বেফাকের ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষায় সারা দেশে মেধাতালিকায় সেরা হয়েছে যারা
প্রকাশ:
২৭ মার্চ, ২০২৫, ১২:৩৬ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
|| হাসান আল মাহমুদ || বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ’র ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গড় পাসের হার ৮০:৩৮%। আজ বৃহস্পতিবার (২৭ মার্চ ২০২৫/ ২৬ শে রমজান ১৪৪৬ হিজরী) বেফাক মিলনায়তনে দুপুর ১২টায় বেফাকের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান-এর উপস্থিতিতে মহাসচিব মাওলানা মাহফুজুল হক ফলাফল ঘোষণা করেন। প্রকাশিত ফলাফলে দেখা যায়, গড় পাসের হার ৮০.৩৮%। মুমতায (স্টার মার্ক) ৫৫,১৪২ জন। জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ৫৫,০৩৮ জন। জায়্যিদ (২য় বিভাগ) ৬৪,৬৩২ জন। মাকবুল (৩য় বিভাগ) ৯১,৩৬১ জন। মোট উত্তীর্ণ পরীক্ষার্থী ২,৬৬,১৭৩ জন। পড়ুন : কবে দিচ্ছে দাওরায়ে হাদিসের ফলাফল? পরীক্ষার ফলাফলের যাবতীয় তথ্য বেফাকের নিজস্ব ওয়েবসাইট (www.wifaqresult.com)-এ পাওয়া যাবে। এ সময় শুধু ২০২৫ সালের নতুন ফলাফলই প্রদর্শন করা হবে। ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত ফলাফল এই ওয়েবসাইটে শাওয়াল মাস থেকে দেখা যাবে।’ ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, মাওলানা সাজিদুর রহমান, মুফতী মনসূরুল হক, মাওলানা মুসলেহ উদ্দীন রাজু, মাওলানা নেয়ামতুল্লাহ আল ফরিদী, পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আব্দুল জলিল ফারুকী, মাওলানা মনিরুজ্জামান, মাওলানা জাফর আহমাদ, মাওলানা শওকত হুসাইনসহ বেফাকের কর্মকর্তা ও অতিথিবৃন্দ। মারহালাওয়ারি মেধা-তালিকা (সংক্ষিপ্ত) ফযীলত (স্নাতক) ছাত্রদের মধ্যে মেধা তালিকায় ১ম স্থান অধিকার করেছে ঢাকা জেলার মাদরাসা বাইতুল উলুম ঢালকানগর, সূত্রাপুর-এর খালেদ হাছান। তার প্রাপ্ত নম্বর ৭৭৫। ২য় স্থান অধিকার করেছে ঢাকা জেলার জামিয়াতুল উলুমিল ইসলামিয়া মোহাম্মদপুর-এর মুহাম্মাদ মাছরুর হাসান। তার প্রাপ্ত নম্বর ৭৫৮। ৩য় স্থান অধিকার করেছে যৌথভাবে দুজন। যথাক্রমে-
ফযীলত (স্নাতক) ছাত্রীদের মধ্যে মেধা তালিকায় ১ম স্থান অধিকার করেছে ঢাকা জেলার ফাতিমাতুযযাহরা রা. মহিলা মাদরাসা, পশ্চিম রামপুরা-এর আসমা। তার প্রাপ্ত নম্বর ৬৬৪। ২য় স্থান অধিকার করেছে ঢাকা জেলার আল-জামিয়াতুল ইসলামিয়া রানাভোলা, উত্তরা-এর তাহসীনা সিদ্দীকা মারিয়া। তার প্রাপ্ত নম্বর ৬৬২। ৩য় স্থান অধিকার করেছে ঢাকা জেলার আয়েশা সিদ্দীকা (রা.) মহিলা মাদরাসা, আমলিগোলা, লালবাগ-এর তাজদীদা হক লুবাবা। তার প্রাপ্ত নম্বর ৬৪৩। সানাবিয়া উলিয়া (উচ্চ মাধ্যমিক) ছাত্রদের মধ্যে মেধা তালিকায় ১ম স্থান অধিকার করেছে ঢাকা জেলার মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামী, দারুস সালাম-এর মুহা. নেয়ামত উল্লাহ রিদওয়ান। তার প্রাপ্ত নম্বর ৬৭৮। ২য় স্থান অধিকার করেছে যৌথভাবে দুজন। যথাক্রমে-
৩য় স্থান অধিকার করেছে যৌথভাবে দুজন। যথাক্রমে-
সানাবিয়া উলিয়া (উচ্চ মাধ্যমিক) ছাত্রীদের মধ্যে মেধা তালিকায় ১ম স্থান অধিকার করেছে যৌথভাবে দুজন। যথাক্রমে- ২য় স্থান অধিকার করেছে যৌথভাবে দুজন। যথাক্রমে-
৩য় স্থান অধিকার করেছে যৌথভাবে দুজন। যথাক্রমে- * ঢাকা জেলার ফাতিমাতুযযাহরা রা. মহিলা মাদরাসা, পশ্চিম রামপুরা-এর সুমাইয়া তুস সাদিয়া এবং * ঢাকা জেলার জামিয়া মিল্লিয়া মাদানিয়া আরাবিয়া (মিরপুর আজমা মহিলা মাদরাসা)-এর ফাইজা ফাতিমা। তাদের প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৬৪৬। সানাবিয়া (মাধ্যমিক) ছাত্রদের মধ্যে মেধা তালিকায় ১ম স্থান অধিকার করেছে ঢাকা জেলার মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামী, দারুস সালাম-এর লাবীব মাসরুর। তার প্রাপ্ত নম্বর ৭৮৬। ২য় স্থান অধিকার করেছে নারায়ণগঞ্জ জেলার জামিআ রাব্বানিয়া জালকুড়ি, সিদ্ধিরগঞ্জ-এর মুহাম্মাদ আল-আমীন। তার প্রাপ্ত নম্বর ৭৭৭। ৩য় স্থান অধিকার করেছে যৌথভাবে চারজন। যথাক্রমে-
কুমিল্লা জেলার আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলূম বরুড়া-এর আবু সুফিয়ান, ঢাকা জেলার জামিয়া হোসাইনিয়া আশরাফুল উলুম, বড় কাটারা, চকবাজার-এর মোঃ সুলাইমান হুসাইন ও
মুতাওয়াসসিতা (নিম্ন মাধ্যমিক) ছাত্রদের মধ্যে মেধা তালিকায় ১ম স্থান অধিকার করেছে যৌথভাবে দুজন। যথাক্রমে মাদারীপুর জেলার জামিয়াতুস সুন্নাহ, দক্ষিণকান্দী, শিবচর-এর আব্দুল্লাহ মুবাশ্বির এবং মাদারীপুর জেলার জামিয়াতুস সুন্নাহ, দক্ষিণকান্দী, শিবচর-এর মো: ইমদাদুল্লাহ। তাদের প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৬৮৮ ২য় স্থান অধিকার করেছে ঢাকা জেলার জামিয়া মাদানিয়া বারিধারা-এর মোহাম্মদ আমানুল্লাহ কাফী। তার প্রাপ্ত নম্বর ৬৮৭। ৩য় স্থান অধিকার করেছে যৌথভাবে ২জন। যথাক্রমে-
মাদারীপুর জেলার জামিয়াতুস সুন্নাহ, দক্ষিণকান্দী, শিবচর-এর মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী। তাদের প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৬৮৬। মুতাওয়াসসিতা (নিম্ন মাধ্যমিক) ছাত্রীদের মধ্যে মেধা তালিকায় ১ম স্থান অধিকার করেছে যৌথভাবে ৩জন। যথাক্রমে-
নেত্রকোনা জেলার জামিয়া আরাবিয়া হালিমা সাদিয়া মহিলা মাদরাসা, নোয়াগাঁও, পূর্বধলা-এর আদিবা সুলতানা তাদের প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৬৭৯। ২য় স্থান অধিকার করেছে ঢাকা জেলার মাহাদু তালিমিল বানাত, কুড়াতলী, খিলক্ষেত-এর সাদিয়া বিনতে ফোরকান তার প্রাপ্ত নম্বর ৬৭৮। ৩য় স্থান অধিকার করেছে নেত্রকোনা জেলার ফাতিমাতুয যাহরা রা. মহিলা মাদরাসা ও আব্দুল হামিদ এতিমখানা, নিশ্চিন্তপুর, সদর-এর মোছা: আতিয়া মুহসিনা ছিফাত। তার প্রাপ্ত নম্বর ৬৭৭। ইবতিদাইয়া (প্রাইমারি) ছাত্রদের মধ্যে মেধা তালিকায় ১ম স্থান অধিকার করেছে ঢাকা জেলার জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া, দক্ষিণ যাত্রাবাড়ী-এর মো: মিরাজ হোসেন। তার প্রাপ্ত নম্বর ৫৯৪। ২য় স্থান অধিকার করেছে নারায়ণগঞ্জ জেলার জামিয়া রাব্বানিয়া আরাবিয়া, জালকুড়ি, সিদ্ধিরগঞ্জ-এর মুহাম্মাদ রাইহান। তার প্রাপ্ত নম্বর ৫৯৩। ৩য় স্থান অধিকার করেছে যৌথভাবে ২জন। যথাক্রমে-
ইবতিদাইয়া (প্রাইমারি) ছাত্রীদের মধ্যে মেধা তালিকায় ১ম স্থান অধিকার করেছে যৌথভাবে ২জন। যথাক্রমে- একা জেলার কাসিমুল উলুম শরীফিয়া বালিকা মাদরাসা, ইসলামপুর, ধামরাই-এর সুমাইয়া আক্তার এবং ২য় স্থান অধিকার করেছে যৌথভাবে দুজন। যথাক্রমে- - হবিগঞ্জ জেলার আল জামেয়াতুত্বায়্যিবা (কওমী মহিলা মাদরাসা), আদমখানী, বানিয়াচং-এর নৌরিন চৌধুরী মায়িশা এবং
৩য় স্থান অধিকার করেছে যৌথভাবে দুজন। যথাক্রমে-
তাহফিজুল কুরআন ছাত্রদের ১২৭টি গ্রুপে পরীক্ষা গ্রহণ করা হয়। ১ম থেকে ৩য় স্থান পর্যন্ত মেধা অর্জনকারী পরীক্ষার্থী ৩২২৩ জন। তাহফিজুল কুরআন ছাত্রীদের ১২টি গ্রুপে পরীক্ষা গ্রহণ করা হয়। ১ম থেকে ৩য় স্থান পর্যন্ত মেধা অর্জনকারী পরীক্ষার্থী ১২৪ জন। ইলমুত তাজবীদ ওয়াল কিরাআত ছাত্র-ছাত্রীদের ৫টি গ্রুপে পরীক্ষা গ্রহণ করা হয়। ১ম থেকে ৩য় স্থান পর্যন্ত মেধা অর্জনকারী পরীক্ষার্থী ১৭ জন। হাআমা/ |