রাজধানীর জামিয়া ইসলামিয়া ইসলামবাগে ভর্তির সুযোগ
প্রকাশ:
২৬ মার্চ, ২০২৫, ০৪:৪৮ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
পুরান ঢাকার ঐতিহ্যবাহী কওমী বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া ইসলামবাগে আগামী ৮ই শাওয়াল মোতাবেক ৭ই এপ্রিল রোজ সোমবার হতে ভর্তি কার্যক্রম শুরু হবে। কোটা থাকা সাপেক্ষে নূরানী বিভাগ, নাজেরা বিভাগ, হিফজ বিভাগ, কিতাব বিভাগ ও ইফতা বিভাগে মেধাবী, পরিশ্রমী, উদ্যমী ও অধ্যয়ন মনস্ক ছাত্রদের ভর্তি করা হবে। জামিয়ার মুহতামিম মাওলানা আবদুল কাইয়ুম ইসলামবাগী সাহেবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'আমাদের জামিয়া আগামী ৮ই শাওয়াল খোলা হবে ও ১৭ই শাওয়াল বুধবার সম্মিলিত ইফতিতাহ সম্পন্ন করার পর ১৮ ই শাওয়াল বৃহস্পতিবার থেকে যথারীতি সবক চলবে।' সম্প্রতি জামিয়ার একাধিক দায়িত্বশীল ওস্তাদ নিজেদের ফেসবুকে জামিয়ায় ভর্তি সম্পর্কিত তথ্যের নিম্নোক্ত নোটিশ শেয়ার করেছেন। ভর্তির নোটিশ এতদ্দ্বারা জামিয়া ইসলামিয়া ইসলামবাগে ভর্তি হতে ইচ্ছুক ছাত্রদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৮ই শাওয়াল মোতাবেক ০৭ এপ্রিল রোজ সোমবার সকাল ১০টা থেকে জামিয়ার সকল বিভাগে ভর্তি কার্যক্রম যথারীতি শুরু হবে ইনশাআল্লাহ। > জামিয়ার শিক্ষকদের মিটিং সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে। আদেশক্রমে, এসএকে/ |