বাংলাদেশ খেলাফত মজলিস লুটন শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত 
প্রকাশ: ২৬ মার্চ, ২০২৫, ১২:৩০ দুপুর
নিউজ ডেস্ক

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লুটন শাখার ইফতার মাহফিল গতকাল ২৪ মার্চ সোমবার ফারলিজ হিল মসজিদে অনুষ্ঠিত হয়।ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন শাখার সভাপতি ও লুটন ব্যারীপার্ক মসজিদের ইমাম ও খতিব প্রিন্সিপাল হাফিজ মাওলানা ফজলুল করীম ফেরদাউছ ।

সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা তৈয়বুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শায়খ মাওলানা ফয়েজ আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যুক্তরাজ্য শাখার সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান। 

আরও উপস্থিত ছিলেন শাখার সহ সভাপতি মাওলানা সাদিকুল ইসলাম,  হাফিজ মাওলানা ইমরান আহমদ,মাওলানা আব্দুল হামিদ, সহ সাধারণ সম্পাদক হাফিজ সাফওয়ান আহমদ, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আবুল হাসান, বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, মুহাম্মদ জুবায়ের আহমদ, মুহাম্মদ আমীর উদ্দিন, প্রমূখ।এছাড়াও ইফতার মাহফিলে স্থানীয় আলেম উলামা ও কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে বেশ কয়েকজন বাংলাদেশ খেলাফত মজলিসের লক্ষ্য উদ্দেশ্য ও কর্মসূচির সাথে ঐক্যমত পোষণ করে সদস্য ফরম পূরণ করার মাধ্যমে সংগঠনে যোগদান করেন।

ইফতার মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এমএইচ/