ইসরায়েলি হামলায় আলজাজিরারসহ ২ সাংবাদিক নিহত
প্রকাশ:
২৫ মার্চ, ২০২৫, ১০:৩৮ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
গাজা উপত্যকায় পৃথক ইসরায়েলি হামলায় দুই গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন। যাদের মধ্যে একজন আলজাজিরার সাংবাদিক। প্রত্যক্ষদর্শী ও প্রতিনিধিদের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। সোমবার উত্তর গাজায় আলজাজিরার সাংবাদিক হোসাম শাবাত নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, বেইত লাহিয়ার পূর্ব অংশে তার গাড়ি লক্ষ্যবস্তু করে আঘাত হানে ইসরায়েলি সেনারা। মধ্য গাজার দেইর এল-বালাহ থেকে আলজাজিরার আরেক সাংবাদিক তারেক আবু আযজুম বলেন, ২৩ বছর বয়সী শাবাত এর আগেও আরেকটি ইসরায়েলি হামলায় আহত হয়েছিলেন। কিন্তু তিনি গাজায় সংবাদ প্রতিবেদন চালিয়ে যাওয়ার উপর জোর দেন। তিনি কোনোভাবে ফিল্ড থেকে সরতে রাজি হননি। ফলে আহতাবস্থাতেই সংবাদ সংগ্রহ চালিয়ে যাচ্ছিলেন। আবু আযজুম বলেন, কোনো পূর্ব সতর্কীকরণ ছাড়াই ইসরায়েলি সেনাবাহিনী তার গাড়ি লক্ষ্য করে হামলা চালায়। ইসরায়েলি হামলায় আলজাজিরারসহ ২ সাংবাদিক নিহত আবু আযজুম বলেন, মনসুর তার বাড়িতে স্ত্রী এবং ছেলের সাথে ছিলেন। সেখানে হামলা করে তাকে হত্যা করা হয়। এ আক্রমণটিও কোনো পূর্ব সতর্কতা ছাড়াই করা হয়েছিল। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, এই দুই সাংবাদিকের হত্যার ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত গণমাধ্যম কর্মীর সংখ্যা ২০৮ জনে দাঁড়িয়েছে। সোমবার এক বিবৃতিতে তারা বলেছে, ইসরায়েলি দখলদারত্ব কর্তৃক ফিলিস্তিনি সাংবাদিকদের লক্ষ্যবস্তু এবং হত্যা অব্যাহত রয়েছে। এ হত্যার তীব্র নিন্দা জানাতে প্রেস অ্যাডভোকেসি গোষ্ঠীগুলোকে আহ্বান জানিয়েছে গাজার মিডিয়া অফিস। গাজার মিডিয়া অফিস আরও বলেছে, ইসরায়েল এবং তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্র সাংবাদিক হত্যায় প্রধান দায়ী। সেইসাথে যুক্তরাজ্য, জার্মানি এবং ফ্রান্সের মতো গণহত্যায় অংশগ্রহণকারী দেশগুলোও এই জঘন্য অপরাধের দায় এড়াতে পারে না। তারাও সাংবাদিক হত্যায় সম্পূর্ণরূপে দায়ী। কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে) শাবাত ও মনসুর হত্যার নিন্দা জানিয়েছে। তাদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে কি না তা নিয়ে স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে সংগঠনটি। সিপিজের প্রধান নির্বাহী জোডি গিন্সবার্গ বলেছেন, একজন সাংবাদিক, একজন বেসামরিক নাগরিককে ইচ্ছাকৃতভাবে এবং লক্ষ্যবস্তু করে হত্যা করা যুদ্ধাপরাধ। সংস্থাটি এমন বেশ কয়েকটি মামলা তদন্ত করছে। সে হিসেবে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে সাংবাদিককে লক্ষ্যবস্তু করেছে বলে মনে হচ্ছে। এটি যুদ্ধাপরাধের সমান হবে। সাংবাদিক এবং বেসামরিক নাগরিকদের কখনই লক্ষ্যবস্তু করা উচিত নয়। এসএকে/
|