জামিআ রাব্বানিয়া আরাবিয়া’র ভর্তির তারিখ ঘোষণা
প্রকাশ:
২৩ মার্চ, ২০২৫, ০৩:৫৬ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের অধীনে সকল মারহালায় ও আল-হাইআতুল উলয়ার অধীনে দাওরায়ে হাদিসে প্রতি বছরে ঈর্ষণীয় সাফল্য অর্জনকারী বিদ্যাপীঠ, দেশের ঐতিহ্যবাহী শীর্ষস্থানীয় একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিআ রাব্বানিয়া আরাবিয়া। প্রতিষ্ঠাতা মুহতামিম ও প্রধান মুফতী শাইখুল হাদীস মুফতী নজরুল ইসলাম ভাষানী’র হাতেগড়া এ প্রতিষ্ঠানটির খ্যাতি ছড়িয়ে পড়েছে দেশব্যাপী। বিভিন্ন অঞ্চল থেকে মেধাবী ও ইলম পিপাসু ছাত্ররা ভর্তির জন্য ছুটে আসে এ প্রতিষ্ঠানে। সম্প্রতি প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগে ভর্তির তারিখ ঘোষণা করা হয়েছে। তাতে বলা হয়েছে,
উল্লেখ্য, এ বছর মীযান, হেদায়াতুন্নাহু ও কাফিয়া জামাতে ভর্তি কোটা খালি নেই। অন্যান্য সকল জামাতে ভর্তি চলবে। যেকোনো বিষয়ে জানতে যোগাযোগ করুন, 01873909955, 01813-306755, 01722240642 জামিআর ফেসবুক পেইজ লিংক: ঠিকানা: জামিআ রাব্বানিয়া আরাবিয়া, রব্বানীনগর, জালকুড়ি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। এমএম/ |