শাহতলীর পীর সাহেবের ইন্তেকালে জমিয়তের শোক
প্রকাশ: ২১ মার্চ, ২০২৫, ০৯:৪৮ রাত
নিউজ ডেস্ক

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাবেক সহ সভাপতি, শাহতলীর পীর সাহেব হযরতুল আল্লাম আবুল বশর সাহেবের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী, নির্বাহী সভাপতি মাওলানা শহিদুল ইসলাম আনসারী ও মহাসচিব মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম। 

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জমিয়ত নেতৃবৃন্দ বলেন, শাহতলীর পীর সাহেব দ্বীন ইসলামের প্রচার প্রসারে অনন্য অবদান রেখেছেন। তিনি একজন আধ্যাত্নিক ব্যক্তিত্ব ছিলেন। তাঁর ইন্তেকালে জাতি একজন যোগ্য ইসলামি ব্যক্তিত্বকে হারালো। জমিয়ত নেতৃবৃন্দ তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। 

আল্লাহ রাব্বুল আলামীন বর্ষীয়ান এ আলেমে দ্বীন কে জান্নাতুল ফেরদাউস নসীব করুন। আমীন।

হাআমা/