ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের ইমতিহানের ফলাফল প্রকাশ আগামীকাল
প্রকাশ:
১৯ মার্চ, ২০২৫, ১১:৩৯ রাত
নিউজ ডেস্ক |
![]()
ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুর একটি আঞ্চলিক কওমি মাদরাসা শিক্ষাবোর্ড, যা মিরপুর অঞ্চলের বিভিন্ন কওমি মাদরাসার সমন্বয়ে গঠিত। আগামীকাল বৃহস্পতিবার ২০ মার্চ (১৯ রমজান) দুপুর ২ টায় ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের ৮ম মারকাযী ইমতিহানের ফলাফল প্রকাশ হবে বলে জানা যায়। বৃহত্তর মিরপুরের ৮ম মারকাযী ইমতিহানের এই ফলাফল প্রকাশ হবে ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়ার এর প্রধান কার্যালয় জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মিলনায়তনে । ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুর বোর্ডের অধীনে বিভিন্ন স্তরের কেন্দ্রীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেমন মুতাওয়াসসিতাহ (প্রথম), তাহফীযুল কুরআন, এবং নাযেরা। প্রতিবছর কেন্দ্রীয় পরীক্ষায় মেধাতালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। আগামীকাল ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের ৮ম মারকাযী ইমতিহানের ফলাফল প্রকাশে উপস্থিত থাকবেন মারকাযের শিক্ষকগণ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। নারনা/ |