বাংলাদেশ নৈশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ফল প্রকাশ
প্রকাশ:
১৮ মার্চ, ২০২৫, ১১:০৪ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
বাংলাদেশ নৈশ মাদরাসা শিক্ষা বোর্ড-এর ১২তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সোমবার বিকেলে রাজধানীর আন-নূরস্থ প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বোর্ডের সভাপতি মাওলানা নাজমুদ্দীনের নিকট ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন বোর্ডের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মাকসুদ মুজিব। এ সময় বোর্ডের মহাসচিব মুফতি জহিরুল ইসলাম সিরাজী বলেন, পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার সকল শাখার শিক্ষার্থিদের হাতে ফলাফল প্রকাশ করা হবে। ফলাফলের অনুলিপি হস্তান্তর করার সময় উপস্থিত ছিলেন বোর্ডের সভাপতি মাওলানা নাজমুদ্দীন, সহ-সভাপতি মুফতি যুবায়ের আহমাদ মাযাহেরী, মাওলানা নুরুল ইসলাম কাসিমী, প্রধান সমন্বয়ক মুফতি গোলাম রাব্বীসহ বোর্ডের অন্যান্য দায়িত্বশীলগন। সভাপতি মাওলানা নাজমুদ্দীন মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে বলেন যে, তিনি আমাদের দ্বারা এ কাজ নিয়েছেন। তিনি আরও বলেন যাদের আন্তরিক প্রচেষ্টা ও মেহনতের ফলে বোর্ডের কার্যক্রম এ পর্যন্ত আসছে আল্লাহ তাআলা তাদের সবার মেহনতকে কবুল করেন। এমএইচ/ |