লেখক আহমাদ সাব্বির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত
প্রকাশ:
১৭ মার্চ, ২০২৫, ০২:০৬ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
ইসলামি ধারার লেখালেখিতে পরিচিত মুখ আহমাদ সাব্বির মোটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। তার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। সোমবার (১৭ মার্চ) আহমাদ সাব্বির সড়ক দুর্ঘটনার কবলে পড়েন। তবে এ ব্যাপারে বিস্তারিত এখনো জানা যায়নি। লেখক সাব্বির জাদিদ এক ফেসবুক স্ট্যাটাসে এই তথ্য জানিয়েছেন। সাব্বির জাদিদ লিখেন- ‘লেখক আহমাদ সাব্বির মোটরসাইকেল এক্সিডেন্ট করেছে। অবস্থা গুরুতর। ব্রেন আঘাতপ্রাপ্ত হয়েছে। ঢাকা মেডিকেলে ভর্তি আছে। জ্ঞান ফিরছে না। ডাক্তার যা আশংকা করছেন, আমি তা উচ্চারণও করতে পারছি না।’ তিনি বলেন, ‘শুধু মনে হচ্ছে, এই বয়সেই এক তরুণকে যদি বাকিটা জীবন অর্ধেক জীবন নিয়ে বেঁচে থাকতে হয়, সেটা হবে তার এবং তার পরিবারের জন্য এক দুঃসহ যাত্রা।’ সকলের কাছে দোয়া লেখক চেয়ে সাব্বির জাদিদ বলেন, সবার কাছে আমি আন্তরিকভাবে দোয়া চাচ্ছি—আহমাদ সাব্বির যেন পরিপূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। তিনি আরও বলেন, আমি মেডিকেলে নেই। তবে দূর থেকে খোঁজ-খবর রাখছি। যা বলেছি, এর বাইরে আপাতত আর কোনো তথ্য আমার কাছে নেই। বিশেষ তথ্য থাকলে আপডেট জানাব। শুধু দোয়া করুন। এমএইচ/ |