ইফতা, আদবসহ বিভিন্ন বিভাগে ভর্তি নিচ্ছে উত্তরার মাদরাসাতুল আযহার
প্রকাশ:
১১ মার্চ, ২০২৫, ০৭:৩৪ বিকাল
নিউজ ডেস্ক |
![]()
ইফতা, আদব, মাদানী নেসাব ও অন্যান্য বিভাগে ভর্তি নিচ্ছে ধর্মীয় ও জাগতিক শিক্ষার সমন্বয়ে সম্পূর্ণ এরাবিক ও ইংলিশ মিডিয়ামে পরিচালিত মাদরাসাতুল আযহার বাংলাদেশ। রাজধানীর উত্তরায় অবস্থিত এ প্রতিষ্ঠানটি সম্প্রতি এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এ তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি খালেদ কাসেমী আজহারী আওয়ার ইসলামকে বলেন, আলহামদুলিল্লাহ! আমাদের ভর্তি কার্যক্রম পহেলা রমজানে শুরু হয়েছে। আবাসিক, অনাবাসিক ও ডে-কেয়ার ব্যবস্থাপনায় এ ভর্তি কার্যক্রম চলবে ১৫ শাওয়াল পর্যন্ত।’ যেসব বিভাগে চলছে ভর্তি কার্যক্রম :
বিস্তারিত তথ্য ও সার্বিক যোগাযোগ : 01707804121, 01902850229 ঠিকানা : ১৫/এ সেক্টর, বাসা-৪২, রোড- ০২, উত্তরা, ঢাকা, বাংলাদেশ হাআমা/ |