রংপুরে আত্মশুদ্ধির রমাজান অনুষ্ঠান আগামীকাল
প্রকাশ: ০৪ মার্চ, ২০২৫, ০৫:২৮ বিকাল
নিউজ ডেস্ক

রংপুর জেলা প্রতিনিধি :

আরটেক দ্বীনি সার্কেল কর্তৃক আয়োজিত কাল বুধবার (৫ মার্চ) আত্মশুদ্ধির রমজান অনুষ্ঠিত হতে যাচ্ছে।  

রংপুরের পীরগঞ্জ আরটেক অডিটোরিয়ামে সকাল ১০ টায় শুরু হবে এ প্রোগ্রাম।

আলোচনা পেশ করবেন মাদরাসা মারকাযুল ইহসান ঢাকা’র প্রিন্সিপাল, পীর সাহেব ঢালকানগর ঢাকা’র খলীফা শায়খুল হাদীস হযরত মাওলানা শাহ তৈয়্যেব আশরাফ।

বয়ানটি সরাসরি সম্প্রচারিত হবে টেলিগ্রাম: t.me/eslahiboyanbd ও ফেসবুক facebook.com/islahiboyanBD পেজে। প্রয়োজনে যোগাযোগ: +8801314803334।

হাআমা/