২য় তারাবির নামাজে তিলাওয়াতের সারমর্ম (সূরা বাকারা ২০৪-২৮৬)
প্রকাশ:
০২ মার্চ, ২০২৫, ০৫:০৯ বিকাল
নিউজ ডেস্ক |
![]()
|| তাওহীদ আদনান ইয়াকুব || পবিত্র কুরআন মানবজাতির জন্য সর্বোত্তম পথনির্দেশ, যা ব্যক্তিগত, সামাজিক ও আধ্যাত্মিক জীবনের জন্য পরিপূর্ণ দিকনির্দেশনা প্রদান করে। তারাবির নামাজে প্রতিদিন আমরা এই মহাগ্রন্থের তেলাওয়াত শ্রবণ করি, যা আমাদের হৃদয়কে আলোকিত করে এবং সঠিক পথের দিশা দেয়। দ্বিতীয় দিনের তারাবিতে সূরা আল-বাকারা ও সূরা আলে ইমরানের গুরুত্বপূর্ণ আয়াতসমূহ তিলাওয়াত করা হয়েছে, যেখানে রয়েছে ঈমান, আত্মনিবেদন, পার্থিব ও আখিরাতের জীবনবিধান এবং অতীত উম্মতদের শিক্ষণীয় ইতিহাস। এই অংশে মুনাফিকদের প্রতারণা ও পরিণতি, তালাক ও পারিবারিক বিধান, অর্থনৈতিক আদেশ-নিষেধ, তালুত ও জালুতের যুদ্ধ এবং বদর যুদ্ধের আলোচনা এসেছে। পাশাপাশি, আল্লাহর একত্ববাদ, কুরআনের সত্যতা, মরিয়ম (আ.) ও ঈসা (আ.)-এর প্রকৃত পরিচয়, এবং আহলে কিতাবদের প্রতারণার বিষয়ও উন্মোচিত হয়েছে। ১. সূরা আল-বাকারা (২০৪-২৮৬) – সারমর্ম মুনাফিকদের কপটতা ও পরিণতি (২০৪-২১০)
হারাম-হালাল ও পারিবারিক বিধান (২১১-২৪২)
তালুত ও জালুতের যুদ্ধ (২৪৩-২৫২)
ঈমান, নামাজ, দোয়া ও ইসলামিক অর্থনীতি (২৫৩-২৮৬)
২. সূরা আলে ইমরান (১-৯১) – সারমর্ম আল্লাহর একত্ববাদ ও কুরআনের গুরুত্ব (১-১৩)
মুমিন ও কাফেরদের পার্থক্য (১৪-৩২)
মরিয়ম (আ.) ও ঈসা (আ.)-এর সত্যতা (৩৩-৬৩)
আহলে কিতাবের সত্যতা অস্বীকার ও তাদের প্রতারণা (৬৪-৯১)
মূল শিক্ষা ও বার্তা:
পরিসমাপ্তিদ্বিতীয় দিনের তারাবির তেলাওয়াত আমাদের সামনে ইসলামের মৌলিক শিক্ষা ও মানবজীবনের গুরুত্বপূর্ণ বিধানসমূহ তুলে ধরেছে। এখানে মুনাফিকদের প্রতারণা ও তাদের পরিণতি, পারিবারিক জীবনব্যবস্থা, অর্থনৈতিক আদর্শ, যুদ্ধের নীতি ও আত্মত্যাগের শিক্ষা রয়েছে। তালুত ও জালুতের যুদ্ধ, বদর যুদ্ধের শিক্ষণীয় দিক, ঈসা (আ.)-এর প্রকৃত পরিচয় এবং আহলে কিতাবদের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। এই অংশ আমাদের শিক্ষা দেয় যে, সত্য ও ন্যায়বিচারের পথ কঠিন হলেও, আল্লাহর সাহায্য ও নির্দেশনা অনুসরণ করলে বিজয় অবশ্যম্ভাবী। যারা আল্লাহর ওপর ভরসা করে, তারা পার্থিব ও পারলৌকিক জীবনে সফল হবে। অন্যদিকে, যারা আল্লাহর বিধান অমান্য করে ও সত্যকে গোপন করে, তারা ধ্বংসের পথে যাবে। এই শিক্ষা আমাদের স্মরণ করিয়ে দেয় যে, প্রকৃত সফলতা একমাত্র আল্লাহর আনুগত্যে রয়েছে। যারা সত্যের পথ অনুসরণ করবে, তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ, আর যারা আল্লাহর বিধান অমান্য করবে, তারা কঠোর শাস্তির সম্মুখীন হবে। অতএব, আমরা যেন কুরআনের এই মূল্যবান শিক্ষাগুলো হৃদয়ে ধারণ করে আমাদের জীবনে বাস্তবায়ন করি। আমরা যেন এই মহামূল্যবান শিক্ষাগুলো হৃদয়ে ধারণ করি, নামাজ, দোয়া ও আল্লাহর আনুগত্যের মাধ্যমে নিজেদের জীবন গড়ে তুলি এবং কুরআনের আলোকে চলার দৃঢ় সংকল্প গ্রহণ করি। আল্লাহ আমাদের এই মহিমান্বিত শিক্ষাগুলো অনুধাবন ও বাস্তবায়নের তাওফিক দান করুন—আমিন। লেখক : ফাযেলে দারুল উলুম দেওবন্দ ও নদওয়াতুল উলামা লাখনৌ। মুহাদ্দিস, জামিয়া ইসলামিয়া আহলিয়া নশাসন, শরীয়তপুর। আরও পড়ুন : ১ম তারাবির নামাজে তিলাওয়াতের সারমর্ম (সূরা বাকারা: ১-২০৩) হাআমা/ |