রমজানের প্রস্তুতি কিভাবে নেবো?
প্রকাশ:
২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:০৪ রাত
নিউজ ডেস্ক |
![]()
|| তাওহীদ আদনান ইয়াকুব || রমজান মাস অত্যসন্ন। এ মাস কুরআন নাজিলের মাস। এ মাস মহান আল্লাহর পক্ষ থেকে এক অফুরন্ত রহমতের মাস। এই মাসে আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের সুযোগ পাওয়া যায়। তাই রমজানের আগমনের পূর্বেই আমাদের যথাযথ প্রস্তুতি গ্রহণ করা উচিত, যাতে এই পবিত্র মাসকে সর্বোত্তমভাবে কাজে লাগানো যায়। আত্মিক প্রস্তুতি রমজান শুধু সিয়ামের (রোজা) মাস নয়, বরং এটি আত্মশুদ্ধির এক সুবর্ণ সুযোগ। তাই এ মাসের আগেই আমাদের অন্তরকে প্রস্তুত করতে হবে। মানসিক প্রস্তুতি রমজান মানে শুধু উপবাস থাকা নয়, বরং এটি ধৈর্য, সংযম এবং আত্মনিয়ন্ত্রণের পরীক্ষা। অর্থনৈতিক প্রস্তুতি রমজানে সাদাকা ও জাকাতের গুরুত্ব অপরিসীম। তাই এখন থেকেই এ বিষয়ে পরিকল্পনা করা দরকার। পারিবারিক ও সামাজিক প্রস্তুতি রমজানের সঠিক পরিবেশ নিশ্চিত করার জন্য পরিবারের সবার প্রস্তুতি জরুরি। রমজান এক মহান নিয়ামত, যা আমাদের জীবন বদলে দেওয়ার এক সুবর্ণ সুযোগ। এই মাসকে সর্বোত্তমভাবে কাজে লাগাতে হলে আগে থেকেই পরিকল্পনা ও প্রস্তুতি গ্রহণ করা আবশ্যক। আল্লাহ যেন আমাদের সকলকে এ মাসের বরকত লাভের জন্য এ থেকেই প্রস্তুতি গ্রহণের তাওফীক দান করেন। আমীন। হাআমা/ |