রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ‘প্রশান্তির’ বাজার
প্রকাশ:
২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:৫২ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে ঝালকাঠিতে চালু করা হয়েছে সুলভ মূল্যের বাজার ‘প্রশান্তি’। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে শহরের বাহের রোডে এই বাজার উদ্বোধন করেছেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। প্রশান্তির বাজার উদ্বোধনের সময় পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক কাওছার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার ফারহানা ইয়াসমিনসহ ক্যাব-এর অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, রমজান মাস জুড়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে এই প্রশান্তির বাজার চালু করা হয়েছে। প্রথম দিনেই সূলভ মূল্যে পণ্য কিনতে এই বাজারে মানুষের মাঝে ব্যাপক আগ্রহ দেখা গিয়েছে। এমএম/ |