এনসিপির আত্মপ্রকাশে চলছে শেষ সময়ের প্রস্তুতি
প্রকাশ:
২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৫৮ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি) আজ আত্মপ্রকাশ করবে। দলের আত্মপ্রকাশকে কেন্দ্র করে শেষ সময়ের প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন নতুন দলটিতে যোগদান করা নেতাকর্মীরা। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আনুষ্ঠানিকভাবে দলটির ঘোষণা দেওয়া হবে। এ কারণে সেখানে মঞ্চ প্রস্তুত করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউতে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়। আয়োজকসূত্রে জানা গেছে, ছাত্রদের এই জমায়েতে মেডিকেল টিম, ওয়াশরুম, পুলিশ বুথ, পানির ব্যবস্থা রাখা হবে। একইসাথে ব্যাকস্টেজে মেয়েদের জন্য অন্য বুথের ব্যবস্থা থাকবে। পাশাপাশি ভিআইপিদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে। আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদকে দেওয়া হয়েছে যুগ্ম সমন্বয়ক পদের দায়িত্ব। এ ছাড়া নতুন দলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহকে মুখ্য সংগঠক (দক্ষিণ) ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমকে মুখ্য সংগঠকের (উত্তর) দায়িত্ব দেওয়া হয়েছে। আর জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন ও দপ্তর সম্পাদক পদে সালেহ উদ্দিন সিফাতকে চূড়ান্ত করা হয়েছে। তবে প্রতীক হিসেবে বৈঠকে জাতীয় মাছ ইলিশ নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। আর নতুন দলে শীর্ষ ৯ পদসহ ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হচ্ছে বলে জানা গেছে। নাগরিক কমিটির সূত্রে জানা যায়, আজ বিকেলে আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের নাম ও শীর্ষ ৯ পদে মনোনীত ব্যক্তিদের নাম ঘোষণা করা হবে। বাকি ১৪২ পদে মনোনীত ব্যক্তিদের নাম পরে ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপিসহ অন্যান্য গণতান্ত্রিক সমমনা রাজনৈতিক দলকে। এমএইচ/ |