ধর্ষণের মৃত্যুদন্ড শাস্তির দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:৩৪ বিকাল
নিউজ ডেস্ক

কিশোরগঞ্জ শহর প্রতিনিধি:

আজ ২৫ ফেব্রুয়ারী বেলা ১১ টায়, কিশোরগঞ্জ শহরের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদন্ড দাবিতে বিক্ষোভ মিছিল করে স্কুলের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।

সাবেক শিক্ষার্থী ছাত্রনেতা মুদ্দাসিসর বলেন, ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড বিধান করে আইন পাস করতে হবে এবং তা প্রকাশ্যে কার্যকর করতে হবে।

শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলটি পুরানথানা, থানা রোড, ঈশাখা রোড হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ করে।

সার্বিক আয়োজনে ছিল মুদ্দাছির,মাহিম,জিনুক, সাইফা প্রমুখ।

আরএইচ/