রমজানে ঢাকা শহরের ২৫টি স্পটে সুলভমূল্যে মিলবে মাংস ডিম দুধ
প্রকাশ:
১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:৩০ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে রাজধানীর ২৫টি স্থানে সুলভমূল্যে গোশত, ডিম, দুধ ভ্রাম্যমাণ বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। উপদেষ্টা বলেন, আসন্ন পবিত্র রমজানে মাংস, ডিম, দুধ ইত্যাদি সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রথম রমজান থেকে ২৮ রমজান পর্যন্ত ঢাকা শহরে ড্রেসড ব্রয়লার, ডিম, পাস্তুরিত দুধ ও গরুর মাংস এবং সারা দেশে ব্রয়লার, ডিম, পাস্তুরিত দুধ, গরুর মাংস ও খাসির মাংস সুলভ মূল্যে ভ্রাম্যমাণ বিক্রির কার্যক্রম পরিচালনা করা হবে। তিনি বলেন, এ ভ্রাম্যমান কার্যক্রমে সার্বিক সহযোগিতা করবেন বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি), বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফারমার্স অ্যাসোসিয়েশন (বিডিএফএফএ) এবং দুগ্ধ প্রক্রিয়াজাত প্রতিষ্ঠানসহ অন্য অংশীজন এবং প্রান্তিক খামারিরা। ফরিদা আখতার বলেন, ঢাকা শহরের ২৫টি স্থানে সুলভমূল্যে প্রাণিজাত পণ্য বিক্রির ক্ষেত্রে জুলাই বিপ্লবের সময় যেসব স্থানে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ বেশি ছিল সেসব স্থানকে অগ্রাধিকার প্রদান করা হয়েছে এবং বস্তি এলাকায় বিক্রির ব্যবস্থা করা হবে। ২৫ এলাকা হলো– প্রতিদিন বিক্রিত পণ্যের সম্ভাব্য পরিমান ডিম : ৬০ হাজার পিস, পাস্তুরিত দুধ : ৬ হাজার লিটার, ড্রেসড ব্রয়লার : ২ হাজার কেজি, গরুর মাংস : ২০০০-২৫০০ কেজি। |