‘বন্দীদের বৈদ্যুতিক চেয়ারে বসিয়ে নির্যাতন করা হত’ 
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:২০ দুপুর
নিউজ ডেস্ক

আয়নাঘরে আটকে রাখা বন্দীদের বৈদ্যুতিক চেয়ারে বসিয়ে নির্যাতন করা হত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দেশ-বিদেশের গণমাধ্যম প্রতিনিধি ও ফ্যাসিস্ট সরকারের ভুক্তভোগীদের নিয়ে তিনি আয়নাঘর পরিদর্শন করেন। পরিদর্শন শেষে প্রেসব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, আয়নাঘরের বর্ণনা যদি সংক্ষেপে দিতে হয় তাহলে বলতে হয়, বীভৎস দৃশ্য। মানুষের মনুষ্যত্ববোধ যে আছে,  তা জানতে বহু গভীরে যেতে হয়। যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয়- এটা কি আমাদের জগত, আমাদের সমাজ। আয়নাঘরে যারা নিগৃহীত হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, তারা আমাদের সঙ্গে আছে।

বিনা কারণে রাস্তা থেকে তুলে এনে কতগুলো মিথ্যা সাক্ষী হাজির করে তাদের সন্ত্রাসী জঙ্গি বানানো হত। এরকম টর্চারসেল সারা বাংলাদেশে আছে। শুনছি, আয়নাঘরের ভার্সন সারা বাংলাদেশে আছে। কেউ বলছে, ৭০০ কেউ বলছে ৮০০; এখনও সঠিক সংখ্যা নিরূপণ করা যায়নি, বলেন প্রধান উপদেষ্টা।

এমএইচ/