২০২৪ সালে সড়কে ঝরেছে ৮৫৪৩ প্রাণ
প্রকাশ:
০৪ জানুয়ারী, ২০২৫, ০২:২৩ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
সদ্য বিদায়ী ২০২৪ সালে সড়ক, রেল ও নৌপথ দুর্ঘটনায় নিহত হয়েছেন ৯ হাজার ২৩৭ জন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ১৩ হাজার ১৯০ জন। শনিবার ( ৪ জানুয়ারি ) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত ‘২০২৪ সালের সড়ক দুর্ঘটনার প্রতিবেদন প্রকাশ’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।
যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব বলেন, ২ হাজার ৩২৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ২ হাজার ৫৭০ জন, আহত হয়েছেন ৩ হাজার ১৫১ জন। ২০২৪ সালে সড়কে ঝরেছে ৮৫৪৩ প্রাণ বিনু/ |