‘মাদরাসা বোর্ডের নির্দেশিকায় ট্রান্সজেন্ডার অন্তর্ভূক্তি সহ্য করা হবে না’
প্রকাশ: ৩০ ডিসেম্বর, ২০২৪, ০২:০০ দুপুর
নিউজ ডেস্ক

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের নির্দেশিকায় ‘ট্রান্সজেন্ডার’ অন্তর্ভুক্তির প্রতিবাদ জানিয়ে তা অবিলম্বে বাতিলের দাবি করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।

গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি বলেন, গত ২৩ অক্টোবর মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শাহ আলমগীর স্বাক্ষরিত নাম ও বয়স সংশোধন বিষয়ক নির্দেশিকার ৩(২) ধারায় লিঙ্গ পরিবর্তনকৃত শিক্ষার্থীর নাম পরিবর্তনের সুযোগ রেখে মাদরাসায় ট্রান্সজেন্ডার ও সমকামীতা বৈধতার পথ খুলে দিয়ে সমকামীতার বৈধতা দিয়েছেন। যা সরাসরি ইসলামবিরোধী। এমন অপকর্মের সাথে জড়িতদের ছাড় দেওয়ার সুযোগ নেই।

ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব বলেন, পশ্চিমা সাম্রাজ্যবাদীদের অপসংস্কৃতি ট্রান্সজেন্ডার, সমকামীতা বা লিঙ্গ পরিবর্তনের মতো বিষয়গুলো মুসলিম প্রধান দেশে চলার কোন সুযোগ নেই। যারা ট্রান্ডারের নামে সমকামীতাকে বৈধতা দিতে চায় তারা ইসলাম ও মানবতার দুশমন। কোন জীব-জানোয়ারও সমলিঙ্গের কোন পশুর সাথে মিলিত হয় না। মনুষ্যত্বহীন হায়েনা গোষ্ঠী বাংলাদেশে এই অভিশপ্ত কর্মকান্ডকে বৈধতা দিতে পশ্চিমাদের মদদপুষ্ট হয়ে কাজ করছে। তিনি হুশিয়ার করে দিয়ে বলেন, ৯২ ভাগ মুসলমানের দেশে ভিনদেশি সাংস্কৃতির অন্তরালে ইসলামবিরোধী কর্মকান্ড চালিয়ে দেওয়ার খায়েশ পুরণ করতে দেয়া হবে না। এই অপসংস্কৃতি বাংলাদেশের জনগণের বিশ্বাস ও মূল্যবোধের বিরোধী। মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শাহ আলমগীর মাদরাসা শিক্ষার্থীদের মধ্যে সেই অপসংস্কৃতির বীজ বপণের উদ্যোগ নিয়েছেন। লিঙ্গ পরিবর্তন শাস্তিযোগ্য অপরাধ ৩৭৭ ধারা কার্যকর করতে হবে। 

কেএল/