সৌদী দূতাবাসের হিফজুল কুরআন ও হাদিস প্রতিযোগিতার ফাইনাল পর্ব সম্পন্ন
প্রকাশ: ২৭ ডিসেম্বর, ২০২৪, ০৯:৪৪ রাত
নিউজ ডেস্ক

সৌদী দূতাবাসের রিলিজিয়াস এ্যাটাশের হিফজুল কুরআন ও হিফজুল হাদিস প্রতিযোগিতার ফাইনাল পর্ব সম্পন্ন হয়েছে।

গতকাল বারিধারা ডিপ্লোমেটিক জোনের এস্কট প্যালেস হোটেলে প্রতিযোগিতার এ ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়।

এতে দুটি গ্রুপের মাঝে হিফজুল কুরআনের ১৫ পারা এবং ৩০ পারায় তিনজন করে মোট ৬ জন বিজয়ী হয়েছেন। একইভাবে হিফজুল হাদীসেও তিনজন বিজয়ী হয়েছেন। প্রতি গ্রুপের প্রথম বিজয়ী রাজকীয় মেহমান হিসেবে ওমরা পালন করার সুযোগ পাবেন।

উল্লেখ্য, বাংলাদেশের ৮ টি বিভাগসহ মোট ৯টি স্থানে বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। হিফজুল কুরআনে প্রতি বিভাগ থেকে ছয় জন করে মোট ৫৪ জন  প্রতিযোগী ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করেন।

অপরদিকে হিফজুল হাদীস প্রতিযোগিতায় মোট ২৭ জন ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করে ।

এবারের মোট অংশগ্রহণকারীর সংখ্যা প্রায় এক হাজার পাঁচশত। প্রতিযোগীতা বাস্তবায়নের দায়িত্বে ছিলেন মোঃ আব্দুস সোবহান।

সমাপনী অনুষ্ঠানে সকল বিজয়ীগণ সম্মানিত রিলিজিয়াস অ্যাটাচী জনাব মুবারাক আল আনাযি এবং বাংলাদেশের শাইখুল ক্বুরা আহমদ বিন ইউসুফের হাত থেকে সম্মাননা পুরস্কার ক্রেস্ট , সার্টিফিকেটসহ বিভিন্ন পুরস্কার গ্রহণ করেন।

হাআমা/