ময়মনসিংহের বালিয়া মাদরাসার বড় সভা আগামীকাল
প্রকাশ: ২৬ ডিসেম্বর, ২০২৪, ০৯:৩৬ রাত
নিউজ ডেস্ক

|| আতাউল্লাহ নাবহান ||

ময়মনসিংহে দেশের বৃহত্তম ও প্রাচীন দ্বীনি বিদ্যাপীঠ, ঐতিহ্যবাহী জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম বালিয়া মাদরাসার ১০৬ তম বার্ষিক বড় সভা আগামীকাল শুক্রবার (২৭ ডিসেম্বর)।

মাদরাসাটির শিক্ষা বর্ষের সমাপনী খতমে কুরআনে কারীম ও খতমে বুখারী শরীফের দোয়া উপলক্ষে এ আয়োজন কাল বাদ জুমা হতে শুরু হবে।

সভায় দেশবরেণ্য উলামা, মাশায়েখ ও বুযুর্গানে দ্বীন তাশরীফ আনবেন।

মাদরাসাটির মুহতামিম মাও, ফজলুল করিম বড় সভায় অংশ নিতে দ্বীনি ভাইদের বিশেষ দাওয়াত করেছেন।  

হাআমা/