‘নথি পুড়িয়ে অপরাধের আলামত মুছতেই সচিবালয়ে আগুন’
প্রকাশ: ২৬ ডিসেম্বর, ২০২৪, ০৬:০৭ বিকাল
নিউজ ডেস্ক

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও ঢাকা মহানগর সেক্রেটারি ডা. মুহাম্মদ শহীদুল ইসলাম বলেছেন, আওয়ামী ফ্যাসিস্টরা দেশ ছেড়ে পালালেও তাদের প্রেতাত্মারা প্রশাসনসহ রাষ্ট্রের  গুরুত্বপূর্ণ জায়গায় বসে দেশ নিয়ে নানা সময় নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তারা একেক সময় একেক পোশাকে এসে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির  পাঁয়তারা করে যাচ্ছে। 

আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব বলেন তারা।

নেতৃদ্বর আরও বলেন, সচিবালয়ের মতো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি স্থাপনায় আগুনসন্ত্রাস এটি স্বাভাবিক কোনো বিষয় নয়৷ পরিকল্পিতভাবে এ আগুন লাগানো হয়েছে বলে আমাদের কাছে প্রতীয়মান হয়।

তারা বলেন, ৭ নম্বর ভবনে একই সময় ২ জায়গায় আগুন লাগানোর দৃশ্যের ছবি অনলাইনে ঘুরছে। সচিবালয়ে থাকা পতিত সরকারের প্রেতাত্মারা পরিকল্পিতভাবে এ আগুন লাগিয়েছে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে নেতৃদ্বয় বলেন, বিগত ১৬ বছরের লুটপাট, গুম-খুনের নথি পুড়িয়ে আলামত নষ্ট করার জন্যে এ আগুন লাগানো হয়েছে কিনা তা দ্রুত খতিয়ে দেখতে হবে এবং অবিলম্বে তাদের ঘাপটি মেরে থাকা আওয়ামী প্রেতাত্মাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে।