সচিবালয়ে দ্রুত আগুন ছড়িয়ে পড়া নিয়ে যা বললেন ফায়ারের ডিজি
প্রকাশ:
২৬ ডিসেম্বর, ২০২৪, ০৯:৫০ সকাল
নিউজ ডেস্ক |
![]()
গভীর রাতে বাংলাদেশ সচিবালয়ের মূল ভবনে আকস্মিক আগুন লাগা নিয়ে নানাজন প্রশ্ন তুলছেন। কিভাবে গুরুত্বপূর্ণ এমন জায়গায় হঠাৎ আগুন লেগেছে সে কারণও অজানা। এদিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট দিয়ে সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালকের (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। তবে নিশ্চিত হওয়ার আগে এ নিয়ে তিনি কিছু বলতে রাজি নন। যদিও বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের ডিজি সংবাদ সম্মেলন জানিয়েছেন, মূলত বিদ্যুৎ লাইন দিয়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। এরআগে, বুধবার রাতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিসের লোকজন। দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভাতে কাজ করেন কর্মীরা। কিন্তু ধীরে ধীরে আগুনের তীব্রতা বাড়ায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে তাদের ২০ ইউনিট ব্যবহার হয়। যেখানে ২১১ ফায়ারকর্মী কাজ করেছে।
মহাপরিচালক জানান, জায়গা সংকটের কারণে ১০ ইউনিট সক্রিয়ভাবে কাজ করতে পেরেছে। এখন ফায়ার সার্ভিস কর্মীরা কক্ষে কক্ষে প্রবেশ করে আগুন নেভানোর চেষ্টা করছে। মুহাম্মদ জাহেদ কামাল বলেন, ছয় তলা ও সাত তলা বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। তাছাড়া বেশিরভাগ তলায় ক্ষতিগ্রস্থ হয়েছে। মূলত বিদ্যুৎ লাইন দিয়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। ডিজি জানান, আগুনের উৎস এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। তারপরও আমরা নিশ্চিত না হয়ে এ বিষয়ে কিছুই বলতে চাই না। এনএ/ |