স্কুলের পাশে ইটভাটা, লাখ টাকা জরিমানাসহ দ্রুত অপসারণের নির্দেশ
প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২৪, ১২:৪৯ দুপুর
নিউজ ডেস্ক

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘেঁষে ইটভাটা পরিচালনার দায়ে এমএমবি নামে একটি ইটভাটাকে এক লাখ টাকা জরিমানাসহ দ্রুত ভাটা অপসারণের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকেলে উপজেলার বরিশাল ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে গোপাল চন্দ্রের মালিকানাধিন ভাটায় এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াসা রহমান তফাদার।

আল ইয়াসা রহমান তফাদার বলেন, পরিবেশ অ‌ধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই স্থানীয় নুনিয়াগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘেঁষে ইটভাটাটি কার্যক্রম পরিচালনা করছিল। এতে মারাত্মকভাবে পরিবেশ দূষণ হচ্ছিল। বিশেষ করে কোমলমতি শিশুদের স্বাভাবিক পাঠদান ব্যহত হচ্ছিল। এমন অভিযোগের প্রেক্ষিতে ইটভাটা মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে যতদ্রুত সম্ভব ইটভাটা স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।