বগুড়ায় চাঁদার টাকা না পাওয়ায় হোটেল ম্যানেজার খুন
প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০:৫০ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

 বগুড়ায় হোটেল ম্যানেজার বিপুল মিয়াকে হত্যা মামলার প্রধান আসামি আলিফ শেখ (২৪)-কে নওগাঁর পত্নীতলার বামনপাড়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা। গ্রেফতারের পর র‌্যাবের কাছে আলিফ জানান, মাসিক চাঁদার টাকা না দেয়ায় তাকে হত্যা করা হয়েছে।

রবিবার দুপুরে র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ জানান, শনিবার রাত দুইটায় নওগাঁর পত্নীতলার বামনপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে বগুড়া শহরের নিশিন্দারা মধ্যপাড়া এলাকার রতন শেখের ছেলে।

এর আগে, গত ১৭ ডিসেম্বর দুপুর আড়াইটার দিকে বগুড়া শহরের মাটিডালি এলাকায় সানসাইন আবাসিক হোটেলের ম্যানেজার বিপুল মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। এসময় হোটেলের কর্মচারী ও স্থানীয় লোকজনের সহযোগিতায় বিপুলকে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনিত হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টায় বিপুল মারা যান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি আলিফ এই হত্যার দায় স্বীকার করেছেন। গ্রেফতারকৃত আলিফ ও নিহত বিপুল একই হোটেলে (সানসাইন আবাসিক) চাকরি করতো। কোন এক কারণে আলিফ হোটেল থেকে চাকরি হারালে বিপুলের সাথে সম্পর্কের অবনতি হয়। এরপর থেকে তাদের মধ্যে দূরত্ব বাড়ে। চাকরিচ্যুত হওয়ার পর থেকেই গ্রেফতারকৃত আলিফ নিহত বিপুলের কাছ থেকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করতো। ঘটনার দিনেও বিপুল চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আলিফ রাগান্বিত হয় এবং সঙ্গে থাকা অপর তিনজনসহ বিপুলকে ধারালো চাকু দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ জানান, গ্রেফতারকৃত আসামি আলিফের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।