বগুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিজয় দিবস উদযাপন
প্রকাশ:
১৭ ডিসেম্বর, ২০২৪, ০১:৪০ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
বগুড়া প্রতিনিধি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪টা জেলার শাজাহানপুর উপজেলার আল্লামা ফকির আব্দুর রহমান মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি মনজুরুল ইসলাম রাজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য গোলাম রব্বানী। জেলা সেক্রেটারি আতাউর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, শাজাহানপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুর রহমান, মাওলানা শহিদুল ইসলাম, জেলা সহ-সভাপতি শাহাদাত হোসেন, শাজাহানপুর উপজেলা শাখার উপদেষ্টা হাফেজ মোখলেছুর রহমান মুকুল, জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম তারেক, উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা কাওছার আলী, জেলা শাখার অফিস সম্পাদক আবু সাঈদ প্রমুখ। |