গোবিন্দগঞ্জ পৌর বিএনপির সম্মেলন স্থগিতের দাবি
প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২৪, ১০:৫৪ দুপুর
নিউজ ডেস্ক

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর বিএনপির সম্মেলন স্থগিত করা ও ৫নং ওয়ার্ডের কার্যনির্বাহী সদস্য পদ ফিরে পাওয়ার দাবি জানিয়েছেন রায়হান মোহাম্মদ মোস্তফা কামাল সুমন। রোববার বিকেলে গাইবান্ধা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

লিখিত বক্তব্যে সুমন উল্লেখ করেন, তার পরিবার দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির রাজনীতিতে বিশ্বাসী। ২০২৩ সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত কাউন্সিলের পর তিনি গোবিন্দগঞ্জ পৌর বিএনপির ৫নং ওয়ার্ড কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। কমিটির তালিকায় তার নামের সিরিয়াল ছিল ৩৪ এবং কার্যনির্বাহী সদস্য নম্বর ০৪।

সুমন দাবি করেন, চলতি বছরের ৫ ডিসেম্বর ফেসবুকে একটি ভিডিও বার্তার মাধ্যমে তিনি পৌর বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন এবং প্রচারণা শুরু করেন। তবে ৯ ডিসেম্বর পৌর বিএনপির আহ্বায়ক রবিউল কবির মনু ও সদস্য সচিব আবু জাফর লেলিনের সরবরাহ করা তালিকায় তার নাম পরিবর্তন করে অন্য ব্যক্তির নাম যোগ করা হয়।

এ বিষয়ে প্রতিকার চেয়ে তিনি ১০ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে সুমন ৫নং ওয়ার্ডের সদস্য পদ ফিরে পাওয়ার পাশাপাশি ২৩ ডিসেম্বর অনুষ্ঠেয় গোবিন্দগঞ্জ পৌর বিএনপির সম্মেলন স্থগিতের দাবি জানান। পাশাপাশি আনুষ্ঠানিক কার্যক্রম পুনরায় ঘোষণা করে তাকে কাউন্সিলর করারও দাবি জানান।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক রবিউল কবির মনু বলেন, তিনি এখন বিএনপির কোনো সদস্য নন। সংগঠনবিরোধী কার্যকলাপের জন্য তাকে সদস্য পদ দেওয়া হয়নি।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল জানান, দাপ্তরিকভাবে এ বিষয়ে কোনো অভিযোগপত্র পাওয়া যায়নি। যে অভিযোগটি পাওয়া গেছে, তাতে কোনো স্বাক্ষর বা সিল নেই।

রায়হান মোহাম্মদ মোস্তফা কামাল সুমনের এ দাবির বিষয়ে জেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।