বরিশালের কেরাতিয়া মাদরাসার মাহফিল শুরু ২৫ ডিসেম্বর
প্রকাশ:
১৪ ডিসেম্বর, ২০২৪, ১০:২৪ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
বরিশাল জেলার বানারীপাড়া উপজেলায় অবস্থিত দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম হোসাইনিয়া কওমি কেরাতিয়া মাদারাসার ২ দিনব্যাপী ৭৭তম ঐতিহাসিক ওয়াজ মাহফিল ও ওলামা সম্মেলন অনুষ্ঠিত হবে এ মাসের শেষের দিকে। জানা যায়, আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর (বুধ ও বৃহস্পতিবার) মাদরাসা প্রাঙ্গণে মাহফিলের কার্যক্রম শুরু হবে। দ্বিতীয় দিন সকাল ৯টায় সাবেক তলাবা ও ওলামা সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রথম দিন মাওলানা ওবাইদুর রহমান মাহবুবের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। দ্বিতীয় দিন প্রধান অতিথি থাকবেন মাওলানা শামসুল আরেফীন (যুক্তরাষ্ট্র)। উল্লেখ্য, বরিশালের অন্যতম প্রাচীন এই কওমি মাদরাসাটি ১৯৪৮ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠা করেন দক্ষিণবঙ্গের বিশিষ্ট বুযুর্গ হযরত শাহ সুফী আরেফ আলী রাহিমাহুল্লাহ। দীর্ঘ সাত দশকের বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ খেদমত আঞ্জাম দিয়ে আসছে। এনএ/ |