সোনার বারসহ কারবারি আটক
প্রকাশ:
১১ ডিসেম্বর, ২০২৪, ০১:৩৮ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত দিয়ে পাচারের উদ্দেশে আনা পাঁচটি সোনার বারসহ এক চোরা কারবারিকে আটক করেছেন জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। মঙ্গলবার সকালে বাগজানা এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা হিলিগামী বাসে তল্লাশি চালিয়ে সোনার বারগুলোসহ বাবুকে আটক করা হয়। আটক যুবক মানিকগঞ্জ জেলার সিঙ্গাইল উপজেলার আজিমপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে। জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরের হিলিগামী অরিণ বাসে কয়েকজন যুবক সোনার বার নিয়ে সীমান্ত এলাকায় আসছে। এমন সংবাদ পেয়ে উপজেলার বাগজানা এলাকায় বাসের এক যাত্রীর আচরণ সন্দেহ হলে তার শরীর তল্লাশি করা হয়। অভিযানকালে অভিনব কায়দায় তার পায়ের জুতার ভেতর লুকিয়ে রাখা ৫ পিস সোনার বার উদ্ধার করা হয়। পরে সোনা চোরাচালান আইনে পাঁচবিবি থানায় মামলা করে বাবুকে হস্তান্তর করা হয়। |