হত্যা মামলায় হিলিতে ইউপি চেয়ারম্যান গ্রেফতার
প্রকাশ:
১০ ডিসেম্বর, ২০২৪, ০১:২৭ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
হিলি (দিনাজপুর) প্রতিনিধি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সহিংসতার ঘটনায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার ৩নং আলীহাট ইউনিয়ন চেয়ারম্যান আবু সুফিয়ানকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি আলীহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। রোববার রাত সোয়া ৯টার দিকে উপজেলা আলীহাট ইউনিয়নের কাশিয়াডাংগা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি আবু সুফিয়ান কাশিয়াডাংগা গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ওসি সুজন মিঞা। ওসি সুজন মিঞা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মামলার ৭নং আসামি আবু সুফিয়ানকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি আলীহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। |