গাইবান্ধায় উপজেলা আ.লীগ সভাপতি গ্রেফতার
প্রকাশ:
১০ ডিসেম্বর, ২০২৪, ০১:১১ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপনকে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী। পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাতে রাজধানীর একটি এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে পলাশবাড়ী থানায় একটি মারামারির মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। এ বিষয়ে ওসি জুলফিকার আলী জানান, ঢাকা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করেছে। |