বগুড়া কারাগারে আ.লীগ নেতার মৃত্যু
প্রকাশ: ১০ ডিসেম্বর, ২০২৪, ১২:৪৯ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়া কারাগারে এক আওয়ামী লীগ নেতা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। মৃত আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন মিঠু (৬৫) গাবতলী উপজেলার বৈঠা দক্ষিণপাড়া এলাকার মোজাহার আলীর ছেলে। তিনি গাবতলী উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং দুর্গাহাটা ইউপির সাবেক চেয়ারম্যান।

৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর গ্রেফতার হয়ে ৩ নভেম্বর বগুড়া জেলা কারাগারে যান আব্দুল মতিন মিঠু। রবিবার রাত সাড়ে ৩টার দিকে তিনি বুকে ব্যথা অনুভব করেন। অবস্থার অবনতি হলে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

বগুড়া কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ জানান, এর আগে কারাবন্দী থাকা অবস্থায় অসুস্থ হয়ে বগুড়া আওয়ামী লীগের সাংগঠনকি সম্পাদক শাহাদত আলম ঝুনু, বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগরে সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রতন এবং শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুল লতিফ মারা যান।