শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের উদ্বোধন
প্রকাশ: ১০ ডিসেম্বর, ২০২৪, ১২:১২ দুপুর
নিউজ ডেস্ক

রংপুর ব্যুরো

রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের উদ্বোধন করা হয়েছে। গত রবিবার বিকালে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফাউন্ডেশনের উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর ড. এম আমিনুল ইসলাম।

রংপুর জেলা প্রশাসক রবিউল ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি ড. লুৎফর রহমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শওকত আলী, রংপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন, আবু সাঈদের ভাই ও ফাউন্ডেশনের সভাপতি রমজান আলী, সম্পাদক আবু হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম প্রমুখ।

এর আগে প্রফেসর ড. এম আমিনুল ইসলামসহ অতিথিরা পীরগঞ্জের বাবনপুরে আবু সাঈদের কবর জিয়ারত করেন।

উল্লেখ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রথম শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ।