সরকারি প্রণোদনার ৭১০ কেজি বোরো ধানের বীজ জব্দ
প্রকাশ:
১০ ডিসেম্বর, ২০২৪, ১২:০৬ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
শেরপুর প্রতিনিধি শেরপুরের নকলায় বীজ, কীটনাশক ও রাসায়নিক সার বিক্রেতার দোকান থেকে সরকারি কৃষি প্রণোদনার ৭১০ কেজি বোরো ধানের বীজ জব্দ ও দোকান মালিককে নগদ ৩০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার বিকেলে নকলা পৌর শহরের মেসার্স মেহেদী এন্টারপ্রাইজ ও মেসার্স শাহীন বীজ ভান্ডারে ওই অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়া। অভিযানকালে মেসার্স মেহেদী এন্টারপ্রাইজ থেকে সরকারি কৃষি প্রণোদনার ৫৭ কেজি ও মেসার্স শাহীন বীজ ভান্ডার থেকে ৬৫৩ কেজি হাইব্রিড জাতের বোরো ধানবীজ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মেসার্স মেহেদী এন্টারপ্রাইজের মালিক মুনজুরুল হককে নগদ ১০ হাজার টাকা ও মেসার্স শাহীন বীজ ভান্ডারের মালিক নাছির উদ্দিনকে নগদ ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়া বলেন, সরকারি কৃষি প্রণোদনার বীজ ও সার নিয়ে কালোবাজারি করার কোন সুযোগ নেই। যারা এসব অপকর্ম করবে তাদের প্রত্যেককে শাস্তি পেতে হবে। জব্দ সরকারি কৃষি প্রণোদনার বোরো ধানবীজ উপজেলা কৃষি কর্মকর্তার মাধ্যমে তালিকা করে প্রকৃত কৃষকদের মাঝে বিতরণ করা হবে বলেও জানান তিনি। |