সংক্ষিপ্ত সফরে ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব
প্রকাশ:
০৯ ডিসেম্বর, ২০২৪, ০৯:১৯ সকাল
নিউজ ডেস্ক |
![]()
একদিনের সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি। সোমবার (৯ ডিসেম্বর) সকালে বাংলাদেশে আসেন তিনি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নয়া দিল্লিতে এক ব্রিফিংয়ে বলেছিলেন, ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জসিম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া ঢাকায় আরও কয়েকটি বৈঠক করবেন তিনি। ভারতের পররাষ্ট্র সচিব আজ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফরেন অফিস কনসালটেশন করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এটি বাংলাদেশের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগের অংশ। এনএ/ |