সম্মাননা পেলেন মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন
প্রকাশ: ২০ নভেম্বর, ২০২৪, ১০:০০ রাত
নিউজ ডেস্ক

আতাউল্লাহ নাবহান মামদুহ, স্টাফ রিপোর্টার:

নূরানী শিক্ষার অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলেন নূরানী তা’লীমুল কুরআন বোর্ড বাংলাদেশ’র পরিচালক মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন।

চট্রগ্রামের দারুল কুরআন ইসলামী একাডেমীর উদ্যোগে চট্রগ্রাম বিভাগীয় নূরানী তা’লীমুল কুরআন কমিটি তাঁকে এ সম্মাননা প্রদান করে।

সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন ফয়জুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা নুরন্নবী, মুফতি মাওলানা আব্দুল্লাহ আল নোমান, দারুল কুরআন ইসলামী একাডেমীর প্রধান শিক্ষক মাওলানা আব্দুল কাদের, জয়নাল আবেদীন কুতুবী, মাওলানা হুসাইন আহমদ প্রমুখ।

প্রসঙ্গত, মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন নূরানী পদ্ধতির আবিষ্কারক শায়খুল কুরআন আল্লামা ক্বারী বেলায়েত হুসাইন রহ. এর সুযোগ্য সাহেবজাদা। নূরানীর খেদমতে বিশেষ অবদান রাখায় তাঁকে এ সম্মাননা স্মারক তুলে দেয়া হয় বলে আওয়ার ইসলামকে জানিয়েছেন মাওলানা নুরন্নবী।

হাআমা/