রাজধানীর পল্টনে উদ্যোক্তা কনভেনশন ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত
প্রকাশ:
১৫ নভেম্বর, ২০২৪, ০৪:৫২ দুপুর
নিউজ ডেস্ক |
‘চাকরির জন্য নয়, ব্যবসার জন্য ভাবুন। উদ্যোক্তা হয়ে নিজের জীবন গড়ুন' স্লোগানে মধ্যবিত্ত শপ -এর উদ্যোগে ঢাকার পল্টন টাওয়ারে অনুষ্ঠিত হলো উদ্যোক্তা কনভেনশন ও নাশিদ সন্ধ্যা সেমিনার। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা রুহুল আমীন সা'দী। বৃহস্পতিবার দুপুর তিনটায় পল্টন টাওয়ারের ইকোনমিক রিপোর্টার্স ফোরাম অডিটোরিয়ামে ওলামায়ে কেরাম, বিভিন্ন প্রতিষ্ঠানের ফাউন্ডার, কো-ফাউন্ডার ও নবীন-প্রবীণ উদ্যোক্তা এবং সাংবাদিকদের উপস্থিতিতে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়। মুহাম্মাদ এহসান সাজিদ ও মাহমুদুল হাসানের সঞ্চালনায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সেমিনার শুরু হয়। শুরুতেই স্বাগত বক্তব্য পেশ করেন রিসালাহ শপের স্বত্বাধিকারী ফখরুল ইসলাম তৌফিক। এরপর সেখানে কওমী উদ্যোক্তার ফাউন্ডার রোকন রাইয়ান বক্তব্য পেশ করেন। তিনি বলেন 'উদ্যোক্তা হবার জন্য পাঁচটি জিনিসের প্রয়োজন, ১. সাহস ২. সততা ৩. সশ্রম ৪. সন্ধান ও ৫. সুকৌশল।" সেমিনারের আরেকটি বক্তব্যে আমিন এয়ার সার্ভিসের চেয়ারম্যান মাওলানা আতাউল্লাহ আমিন বলেন, ‘আমরা উদ্যোক্তা হতে চাই কম, ব্যবসায়ী হতে চাই বেশি। অথচ আমাদেরকে ব্যবসায়ী হওয়ার পাশাপাশি উদ্যোক্তা হওয়ার প্রতিও বেশি গুরুত্ব দেয়া দরকার।’ অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও ব্যবসায়ী মাওলানা গাজী সানাউল্লাহ রাহমানী তার বক্তব্যে বলেন ‘ব্যবসা বা উদ্যোক্তায় নামতে হলে হোচট আসতে পারে, কিন্তু সাহস হারানো যাবে না। আবার উঠে দাড়াবেন, দেখবেন অবশ্যই সফল হবেন।’ আরও বলেন, ‘আর অন্যকে দেখে আগ্রহী হয়ে কিছু করতে যাবেন না। নিজের মধ্যে কী প্রতিভা আছে সেটা খুজে বের করুন। দেখবেন আপনি সফলতার পথ পাচ্ছেন।’ অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে আয়োজক মোঃ মাকছুদুক হক জাহিদ বক্তব্য পেশ করেন। তিনি সকলকে উদ্যোক্তা হওয়ার প্রতি আগ্রহী হতে বলেন। এবং সকলকে পাশে নিয়ে উদ্যোক্তা হবার সহযোগিতার আশ্বাস দেন। এছাড়াও বিভিন্ন ছোটবড় প্রতিষ্ঠানের ফাউন্ডারগণ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সর্বশেষ বক্তব্য পেশ করেন আমন্ত্রিত ট্রেইনার 'কনটেন্ট কিং' প্রতিষ্ঠানের ফাউন্ডার মুহাম্মাদ ইকরাম। তিনি বলেন, "একজন উদ্যোক্তা হতে হলে মৌলিকভাবে যে যোগ্যতাগুলো থাকা দরকার.. সেগুলো হলো, অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরো বক্তব্য পেশ করেন হামনাহ’র ফাউন্ডার আহমেদ আব্দুল্লাহ। তরুণ আলেম ও সংগঠক মোল্লা খালেদ সাইফুল্লাহ। আমন্ত্রিত ট্রেইনারদের মধ্যে আরো ছিলেন কো-ফাউন্ডার এন্ড সি.ই.ও. Storex , আরো ছিলেন মুহা. রাশিদ আবিদ সৌরভ, কো-ফাউন্ডার, Storex, সর্বশেষ মাওলানা জহিরুল হক জাবের সাহেবের দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। কেএল/ |