দ্বীনের হেফাজতে মাদরাসাগুলোকে টিকিয়ে রাখতে হবে : ধর্ম উপদেষ্টা
প্রকাশ: ০৮ নভেম্বর, ২০২৪, ১০:৪৬ রাত
নিউজ ডেস্ক

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘জিরি মাদরাসা ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান। ইসলামের প্রচার-প্রসারে এ মাদরাসার অনেক অবদান রয়েছে। প্রায় ১০০ বছর ধরে দ্বীনের খেদমত করে আসছে এ প্রতিষ্ঠানটি। আলেমরা হচ্ছে আলোর মিনার আর মাদরাসাগুলো ইলমের বাগান। প্রয়োজনে দ্বীনের হেফাজতে মাদরাসাগুলোকে বুদ্ধি, শ্রম ও অর্থ দিয়ে টিকিয়ে রাখতে হবে। স্কুল- কলেজ থেকে ডাক্তার-ইঞ্জিনিয়ার বের হয় আর মাদরাসা থেকে হাফেজ-আলেম বের হয়’।

শুক্রবার (৮ নভেম্বর) চট্টগ্রামের জিরি মাদরাসার দুইদিন ব্যাপী বার্ষিক সভায় এসব কথা বলেন তিনি।

ধর্ম উপদেষ্টা বলেন, যদি অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়, তাহলে দেশে দুর্যোগ নেমে আসবে। আমরা যথাসময়ে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করতে চাই’। ৮০ কোটি টাকা ব্যয়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদকে ঢেলে সাজানোর পরিকল্পনা হাতে নিয়েছি। তাছাড়া ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাষ্ট থেকে অসহায় ইমাম-মুয়াজ্জিনদের সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে।

সভায় মাদরাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ খোবাইব বিন তৈয়বের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন পাকিস্তানের প্রসিদ্ধ আলেম ও ইসলামিক লেকচারার শায়খ ইলিয়াস গুম্মান।

তিনি বলেন, ‘নবীজির আদর্শ অনুসরণেই রয়েছে আমাদের মুক্তি। কেনানা আল্লাহ তায়ালা বলেছেন, তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে আমার রাসূলকে ভালোবাসো। আর রাসূল সা. কে ভালোবাসার অর্থ হলো তার আদর্শের অনুসরণ করা। আল্লাহ তায়ালা বিধান নাজিল করেছেন আর সেটা বাস্তবায়ন করে দেখিয়েছেন নবীজি সা.’।

মাহফিলে শুক্রবার সকালে রাজধানী ঢাকার দিলু রোড মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা সালাহউদ্দিন বলেন, ‘নবীজির সুন্নাহ মেনে আমাদের জীবন পরিচালনা করতে হবে। সমাজের শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন সুন্নতের মাঝেই লুকিয়ে আছে’।

এছাড়া সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম বাবুনগর মাদরাসার মুহতামিম মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী, মাওলানা খোরশেদ আলম কাসেমী, মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা আজিজুল হক মাদানি, পটিয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন আনোয়ারী, মুফতি শাখাওয়াত হোসাইন রাজী, মুফতি রেজাউল করীম আবরার ও মাওলানা হাফিজুর রহমান কুয়াকাটা প্রমুখ।

এনএ/