ইজতেমা নিয়ে বৈঠকে বসছে সরকার, অংশ নিচ্ছে না আলমি শুরাপন্থীরা
প্রকাশ:
০৪ নভেম্বর, ২০২৪, ১০:৫৪ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
নিজস্ব প্রতিবেদক তবে এ বৈঠকে অংশ নিতে অপারগতা জানিয়েছে তাবলিগ জামাতের আলমি শুরাপন্থীরা। শুরাপন্থীদের এক বিবৃতিতে এ তথ্য জানা গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ, আইনশৃঙ্খলা রক্ষা, ইজতেমার সার্বিক নিরাপত্তা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে এ বৈঠকে আলোচনা হবে। ওই বিজ্ঞপ্তিতে তাবলিগ জামাতের উভয় পক্ষের ৫ জন করে প্রতিনিধি সদস্যকে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। এরপর পৃথক বিবৃতিতে আলমি শুরাপন্থীরাএই বৈঠকে বসতে অপারগতা প্রকাশ করেছে। একই সঙ্গে বুধবার তাদের নিয়ে পৃথক বৈঠকে বসার অনুরোধ জানানো হয়। বিবৃতিতে জানানো হয়, বর্তমানে তাদের উল্লেখযোগ্য মুরুব্বি পাকিস্তানের লাহোরের রাইবেন্ডে ইজতেমায় রয়েছেন। তাই অল্প সময়ে তাদের সঙ্গে যোগাযোগ করে পরামর্শ নেয়া কঠিন হয়ে পড়েছে। বিবৃতিতে আরো জানানো হয়, বর্তমান দারুল উলুম দেওবন্দসহ প্রায় সব আলেমরা সাদপন্থী অনুসারীদের ‘না হক’ সাব্যস্ত করেছেন। এ অবস্থায় সহ অবস্থানে বসে বৈঠক করা সমীচিন নয় বলে মনে করেন। |