চাঁদপুরের বেলায়েতনগরে নূরানী মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্স ২০ অক্টোবর
প্রকাশ:
০৫ অক্টোবর, ২০২৪, ০৯:১৩ রাত
নিউজ ডেস্ক |
![]()
হাসান আল মাহমুদ: নূরানী পদ্ধতির আবিষ্কারক শাইখুল কুরআন আল্লামা কারী বেলায়েত হুসাইন সাহেব রহ. এর প্রতিষ্ঠিত নূরানী তা'লীমুল কুরআন বোর্ড বাংলাদেশ (এন টি কিউ বি) এর উদ্যোগে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বেলায়েতনগরে ‘নূরানী মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্স-২০২৪’ আগামী ২০ অক্টোবর থেকে শুরু হচ্ছে। আগ্রহী প্রশিক্ষণার্থীদের খুব দ্রুত যোগোযোগ করার আহ্বান জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। প্রশিক্ষণ শেষে যোগ্যতার ভিত্তিতে খেদমত দেওয়া হবে বলে জানায় কর্তৃপক্ষ। ভর্তির নিয়মাবলী:
আরবী প্রশিক্ষণ ভর্তি ফি:- ৯০০০/= থাকা-খাওয়া সম্পূর্ণ ফ্রী স্থান: প্রশিক্ষণ কেন্দ্র বেলায়েতনগর নূরানী হাফেজী মাদরাসা যোগাযোগ: বেলায়েত নগর শাহরাস্তি চাঁদপুর ০১৭৮১৬৯১৬০০/০১৮৪৩৫৮২৮৪০ হাআমা/ |