বাবু-শ্যামল-শাহরিয়ার ৭ দিনের রিমান্ডে
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১২:০০ দুপুর
নিউজ ডেস্ক

একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির এবং দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকে ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে আদালতে উপস্থিত করে আলাদা আলাদা মামলায় তাদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। পরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানা উল্যাহ শুনানি শেষে ৭ করে তা মঞ্জুর করেন।

তাদের রাজধানীর রমনা ও ভাষাণটেক থানায় করা হত্যা মামলায় রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

এরমধ্যে সাংবাদিক শ্যামল দত্তের বিরুদ্ধে গুলি করে যুবক ফজলুকে হত্যার অভিযোগে ভাষাণটেক থানায় করা মামলায় এ রিমান্ডের আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. সাহিদুল বিশ্বাস। 

আর মোজাম্মেল হক বাবু ও শাহরিয়ার কবিরের বিরুদ্ধে গৃহপরিচারিকা লিজাকে হত্যার অভিযোগে রমনা মডেল থানার মামলায় রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. পায়েল হোসেন।

মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন গত ১৮ জুলাই রমনা থানাধীন এলাকায় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণে গুলি ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়। এতে অনেক সাধারণ মানুষ আহত হন। আহতদের মধ্যে গুলিবিদ্ধ লিজা আক্তার গত ২২ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় গত ৫ সেপ্টেম্বর লিজা আক্তারের বাবা মো. জয়নাল শিকদার বাদী হয়ে শেখ হাসিনাসহ ১৭৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এ মামলা আসামি হলেন মোজাম্মেল বাবু ও শাহরিয়ার কবির। আর ভাষাণটেক থানাধীন এলাকায় বিজয় মিছিল করতে গেলে গুলিবিদ্ধ হয়ে মারা যান ফজলু। এ ঘটনায় গত ১১ সেপ্টেম্বর নিহত ফজলুর ভাই সবুজ বাদী হয়ে শেখ হাসিনাসহ ১৬৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এ মামলার আসামি শ্যামল দত্ত।

এর আগে ১৬ সেপ্টেম্বর ময়মনসিংহ থেকে আটক হওয়ার পর দুই সংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুকে ঢাকা মহানগর গোয়েন্দা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

একইদিন রাতে রাজধানীর বনানী থেকে গ্রেফতার করা হয় ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে। আবার একই দিন রাতে শ্যামলী থেকে গ্রেফতার করা হয় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে। তাকেও আজ আদালতে তোলার কথা রয়েছে। যাত্রাবাড়ী থানায় হত্যা মামলায় তাকে ৫ দিনের রিমান্ড আবেদন জানানো হয়েছে বলেও জানা গেছে।

হাআমা/