অসামাজিক কাজে লিপ্ত স্বেচ্ছাসেবক লীগ নেতাকে পুলিশে দিলেন স্ত্রী
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:০২ বিকাল
নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় নিজ বাড়িতে অসামাজিক কাজে লিপ্ত থাকার সময় আবদুল কাইয়ুম (৪৫) নামে জেলা স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্ত্রীসহ তার পরিবারের সদস্যরা।

শনিবার রাতে জেলা শহরের সরকারপাড়া এলাকা থেকে কাইয়ুমকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত আবদুন নূরের ছেলে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক নারী (৩০) ও উজ্জ্বল মিয়া (৩০) নামে দুজনকে আটক করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন বলেন, শনিবার রাতে স্বেচ্ছাসেবক লীগ নেতা কাইয়ুম তার নিজ বাড়িতে ওই নারী ও উজ্জ্বলকে নিয়ে অসামাজিক কাজে লিপ্ত হন। এ সময় কাইয়ুমের স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা তাদের তিনজনকে আটক করে জরুরি সেবা ৯৯৯ নাম্বারে ফোন করে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে।

তিনি বলেন, ওই নেতা আরও কয়েক জায়গায় নারী নিয়ে আটক হয়েছিলেন। তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।

হাআমা/