বাড়ছে ডেঙ্গু সংক্রমন, দুই সপ্তাহে প্রাণ কেড়েছে ২৩ জনের
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ১০:১৯ দুপুর
নিউজ ডেস্ক

মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সেপ্টেম্বরের দুই সপ্তাহে মোট ২৩ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৬ জন প্রাণ হারিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে পাঠানো এক সূত্রে এ তথ্য জানা যায়।

এদিকে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শনিবার সকাল ৮টা পর্যন্ত তার আগের ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ডেঙ্গু আক্রান্ত ৫৪৮ জন রোগী। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন করে মারা যাওয়া তিনজনই ঢাকার। তাদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে দু’জন এবং উত্তর সিটি কর্পোরেশনে একজন। ৫৪৮ নতুন রোগীর মধ্যে ঢাকার দক্ষিণ সিটিতে ১৯০ জন, উত্তর সিটিতে ১৬৯ জন, ঢাকার বাহিরের ৪৬, বরিশাল সিটির বাইরে ৫৪, চট্টগ্রাম সিটির বাইরে ২৪, খুলনায় ২০, ময়মনসিংহে ২৪, রংপুরে ১২ জন ও রাজশাহীতে ৯ জন রয়েছেন।

চলতি সেপ্টেম্বর মাসের গত ১৪ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৩ জনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে রোগী শনাক্ত হয়েছে পাঁচ হাজার ৭৪৮ জন।

আর গত পহেলা জানুয়ারি থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৫৮৯ জন।

এমএন/