শুরু হচ্ছে সিরাতুন্নাবী সা. বক্তৃতা ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, অংশ নেবেন যেভাবে
প্রকাশ:
১১ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:৫৮ দুপুর
নিউজ ডেস্ক |
|| কাউসার লাবীব || প্রতি বছরের মতো এবারও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকিত জীবনকে ছাত্রদের মাঝে ছড়িয়ে দিতে শেখ জনুরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসার উদ্যোগে ও আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের আয়োজনে শুরু হচ্ছে সিরাতুন্নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উৎসব ২০২৪। আগামী ২৬, ২৭ ও ২৮ সেপ্টেম্বর (বৃহস্পতি, শুক্র ও শনিবার) রাজধানীর চৌধুরীপাড়ায় অবস্থিত শেখ জনুরুদ্দিন রহ. দারুল কুরআন মাদরাসা ও মসজিদ-ই নূরের বিস্তৃত আঙ্গিনায় এ আয়োজন করা হবে। আয়োজন স্পন্সর- আওয়ার ইসলাম সিরাতুন্নবী সা. সিরাত উৎসব ২০২৪ এর অংশ হিসেবে পবিত্র সিরাতুন্নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে রাজধানীর চৌধুরী পাড়ায় শেখ জনুরুদ্দীন দারুল কোরআন মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ৩ দিনব্যাপী সীরাতুন্নবী সা. বইমেলা। এতে দেশের প্রায় অভিজাত সৃজনশীল প্রকাশনাগুলো সংস্থা অংশগ্রহণ করবে। বক্তৃতা প্রতিযোগিতা : পবিত্র সিরাতুন্নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে রাজধানীর চৌধুরী পাড়ায় শেখ জনুরুদ্দীন দারুল কোরআন মাদরাসায় অনুষ্ঠিত হবে সিরাত বিষয়ক বক্তৃতা প্রতিযোগিতা। এতে দেশের বিভিন্ন মাদরাসার শিক্ষার্থী অংশগ্রহণ করবে। প্রতিযোগিতার বিষয়— পুরস্কার কুইজ প্রতিযোগিতা : মহানবী সা. এর মানবপ্রেম, দেশপ্রেম ও নৈতিকতার শিক্ষা ছড়িয়ে দেয়ার জন্য সিরাতুন্নাবী সা. উৎসবে থাকবে সিরাত বিষয়ক কুইজ প্রতিযোগিতা। দুইটি গ্রুপে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ক গ্রুপ— ইবতেদায়ি থেকে কাফিয়া (সিরাতে খাতামুল আম্বিয়া গ্রন্থ থেকে প্রশ্ন করা হবে। নিবন্ধন ফি দুই গ্রুপের জন্যই ১০০ টাকা) পুরস্কার প্রতিযোগিতায় অংশ গ্রহণের নিয়ম— অনুষ্ঠিতব্য বক্তৃতা প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আগ্রহীকে অবশ্যই মাদরাসা শিক্ষার্র্থী হতে হবে। এতে দেশের বিভিন্ন মাদরাসার শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবেন। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্দিষ্ট কোনো বয়সসীমা নেই। নির্ধারিত ফি দিয়ে ফরম পূরণের মাধ্যমে প্রতিযোগী হিসেবে নিজের আসন নিশ্চিত করতে হবে। বক্তৃতা প্রতিযোগিতায় নিদির্ষ্ট বিষয়ের ওপর ৫-৬ মিনিটের আলোচনা প্রস্তুত করে আসতে হবে। সর্বোপরি বিচারকের সিন্তান্ত মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে। কুইজ প্রতিযোগিতায় মুফতি শফী রহিমাহুল্লাহ রচিত ‘সিরাতে খাতামুল আম্বিয়া’ থেকে প্রশ্ন করা হবে। আওয়ার ইসলামে কর্মরত কেউ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না। রেজিস্ট্রেশন করবেন যেভাবে— আগামী ২৪ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত চলবে নিবন্ধন। প্রতিযোগিতার দিন কোনো নিবন্ধন নেওয়া হবে না। 01726688686, 01902891996 (বিকাশ ও নগদ পারসোনাল) নাম্বারে টাকা পাঠিয়ে হোয়াটসঅ্যাপ বা এসএমএস-এর মাধ্যমে নাম, ঠিকানা, শিক্ষা প্রতিষ্ঠানের নাম এবং যে নাম্বার থেকে টাকা পাঠানো হয়েছে তার শেষ নাম্বার জানালে ফিরতি কল বা এসএমএস-এর মাধ্যমে নিবন্ধন কনফার্ম করা হবে। এছাড়া নিচের গুগল ফরম পূরণ করেও রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। গুগল ফরম পেতে ক্লিক করুন এখানে। কেএল/ |