এক মাসের ব্যবধানে মূল্যস্ফীতি কমল ১০.৪৯ শতাংশে 
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:৩১ সকাল
নিউজ ডেস্ক

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করার পর এক মাসের ব্যবধানে মূল্যস্ফীতির হার ১০.৪৯ শতাংশে। সাধারণ সূচক আগস্ট মাসে কমে ১০.৪৯ শতাংশ হয়েছে, আগের মাসে যা ছিল ১১.৬৬ শতাংশ।

দেশে গত ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি হয়েছিল জুলাই মাসে। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের মাসটিতে মূল্যস্ফীতি দুই অঙ্কের ঘর ছাড়িয়ে যায়।

সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে মূল্যস্ফীতিও যেন লাফ দিয়ে কমে গেছে। এত দিন ধরে মূল্যস্ফীতির হিসাব নিয়ে প্রশ্ন তুলে আসছিলেন অর্থনীতিবিদরা।

বিবিএসের হিসাবে, গত জুলাই মাসে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়ায় ১১.৬৬ শতাংশ। গত জুন মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯.৭২ শতাংশ।

অন্যদিকে খাদ্য মূল্যস্ফীতি জুলাই মাসে বেড়ে ১৪ শতাংশ ছাড়ায়, যা গত ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ। আগস্ট মাসে তা কমে ১১.৩৬ শতাংশ হয়েছে। তবে খাদ্যবহির্ভূত খাতে আগস্ট মাসে মূল্যস্ফীতি বেড়ে ৯.৭৪ শতাংশ হয়, আগের মাসে যা ছিল ৯.৬৮ শতাংশ।

এমএন/