বন্যাসহ সাম্প্রতিক পরিস্থিতিতে আলেমদের করণীয় শীর্ষক আলোচনা সভা কাল
প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৪, ০৯:০৯ রাত
নিউজ ডেস্ক

ছাত্র-জনতার আন্দোলন ও সাম্প্রতিক বন্যায় শহীদদের মাগফিরাত কামনা এবং বর্তমান পরিস্থিতিতে আলেম সমাজের করণীয় শীর্ষক আলোচনা সভার আয়োজন করছে ন্যাশনাল ইসলামিক ফোরাম বাংলাদেশ।

জানা যায়, বৃহস্পতিবার ( ২৯ আগস্ট ) বিকাল ২টায় পুরানা পল্টনের ইকোনোমিক রিপোর্টার্স ফোরামে এই সভা অনুষ্ঠিত হবে।

আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ’র মহাসচিব, ইসলামিক স্কলার আল্লামা ওবায়দুল্লাহ হামযাহ।

উম্মাহ কল্যাণ সংস্থা ঢাকার সভাপতি মাওলানা মুহাম্মদ ইসমাঈল বুখারীর সভাপতিত্বে আয়োজিত উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে থাকবেন দৈনিক নয়া দিগন্তের সহকারী সম্পাদক মাওলানা লিয়াকত আলী, মুহাদ্দিস ও নন্দিত গদ্যশিল্পী মুহাম্মদ যাইনুল আবিদীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুফতী গোলাম রব্বানী, হোসাইনিয়া ইসলামিক স্কুলের (নারায়ণগঞ্জ) পরিচালক মাও. নাজমুল হাসান মাহফুজ ও সাইয়িদুল উলুম মাদরাসা (কাজলার পাড়) যাত্রাবাড়ী ঢাকার মুহতামিম মাওলানা মঞ্জুর আহমদ কাসেমী।

মুফতী শফিক সাদী ও হা.মীম আতীকুল্লাহ’র সঞ্চালয় অনুষ্ঠিতব্য আয়োজনে আলোচক হিসেবে থাকবেন ঢাকা মেইলের যুগ্ম বার্তা সম্পাদক জহির উদ্দীন বাবর, শীলন বাংলাদেশের চেয়ারম্যান মাসউদুল কাদির, দৈনিক নয়া শতাব্দীর বিভাগীয় সম্পাদক আলী হাসান তৈয়ব, ইসলামি আলোচক মুফতী মিজানুর রহমান বোখারী, মারকাজুল উলুম আল ইসলামিয়া ঢাকার শিক্ষাসচিব মুফতী আব্দুল কাদির, মারকাজুল ফাতাওয়া আল-ইসলামিয়া ঢাকার শিক্ষক মাওলানা ত্বহা দানিশ, কবি ও গবেষক রুকন ইনআম লোবান।

আগামীকালের আলোচনা সভার আহবায়ক হিসেবে রয়েছেন ন্যাশনাল ইসলামিক ফোরাম বাংলাদেশের আহ্বায়ক সদস্য মুফতী কাজী সিকান্দার, মাওলানা মুহাম্মদ লোকমান ও হাফেজ মাওলানা রফিকুল ইসলাম।

বিনু/