মুফতি জসীম উদ্দিন রাহমানী মুক্তি পেয়েছেন
প্রকাশ: ২৬ আগস্ট, ২০২৪, ০৫:৩৫ বিকাল
নিউজ ডেস্ক

দীর্ঘ ১১ বছর ১৬ দিন পর মুফতি জসীম উদ্দিন রাহমানী জামিনে মুক্তি পেয়েছেন।

আজ সোমবার (২৬ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান তিনি।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মুফতি জসিম উদ্দিন রাহমানি জামিন পেয়েছেন। জামিনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়েছে।

মুফতি জসিম উদ্দিন রাহমানি বরগুনা সদর থানার খাজুরতোলা গ্রামের নুর মোহাম্মদের ছেলে। তার মুক্তির খবরে সকাল থেকেই কেন্দ্রীয় কারাগারটির মূল ফটকে অবস্থান করেন তাঁর বড় ভাই আবদুল খলিল, মো. আবদুল জলিল, মো.আইয়ুব আলীসহ অনেকে।

মুক্তির পর মুফতী জসীম উদ্দিন রহমানী উপস্থিত জনতার উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে বলেন, আমি দীর্ঘদিন কারাগারে থেকে বুঝেছি, আমরা কে কোন দল করি ইসলামের শত্রুরা সেটা আলাদা করে না। ওদের কাছে সকল মুসলমানই শত্রু। তাই আমাদের এখন সবচেয়ে বেশি প্রয়োজন সকলকে একতাবদ্ধ হওয়া।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মুফতি জসিম উদ্দিনের বিরুদ্ধে ২০০৮ সালের ৬ ফেব্রুয়ারি উত্তরা পশ্চিম থানায় মামলা হয়েছিল। ওই মামলায় গতকাল রোববার (২৫ আগস্ট) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন পান তিনি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে করা আরো তিনটি মামলা প্রত্যাহার করা হয়েছে।

কেএল/