ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হতে হবে : খেলাফত মজলিস
প্রকাশ: ২২ আগস্ট, ২০২৪, ০৮:১১ রাত
নিউজ ডেস্ক

খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেছেন, ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে দেশবাসীকে সোচ্চার হতে হবে।

বুধবার সন্ধ্যায় পল্টনস্থ মজলিস মিলনায়তনে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশকে কোন রকম অবহিত না করে ভারত হঠাৎ করে ত্রিপুরায় বাঁধের গেট খুলে দেয়ায় ফেনী, নোয়াখালীসহ দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। বিশেষকরে ফেনীতে মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। ভারত গ্রীষ্ম মৌসুমে পানি দেয় না কিন্তু বর্ষাকালে অতিবর্ষণের সময় বাঁধের গেট খুলে দিয়ে বাংলাদেশকে পানিতে ভাসিয়ে দেয়, যা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। ভারতের এ পানি আগ্রাসন রুখে দাঁড়াতে হবে। দেশের বিভিন্ন অঞ্চলের বন্যাদুর্গত মানুষের সাহায্যে সবাইকে এগিয়ে আসতে হবে। জরুরীভিত্তিতে উদ্ধার তৎপরতা জোরদার করতে হবে।

এনএ/