সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সহিংসতা পরিহারের আহ্বান জানালেন দেওনার পীর
প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৪, ০৫:০৮ বিকাল
নিউজ ডেস্ক

‘স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার পতনের পরও পতিত সরকারের পলাতক প্রধানমন্ত্রী এদেশে ঘাপটি মেরে থাকা তার দোসরদের মাধ্যমে রাজনৈতিক সহিংসতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার হীন স্বার্থে একের পর এক অপতৎপরতা চালাচ্ছে। বিবিসির অনুসন্ধানে এসেছে, কোথাও মন্দির ভাঙচুর বা সংখ্যালঘুদের বাড়িতে আগুন দেওয়ার ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে; যার অধিকাংশই মিথ্যা, বানোয়াট। এসব ভুয়া অপপ্রচারে প্রভাবিত হবে না বাংলাদেশের সচেতন জনগণ। ছাত্র-জনতার সীমাহীন ত্যাগ ও জীবন উৎসর্গের বিনিময়ে অর্জিত বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্র সংস্কার কর্মসূচিকে নস্যাৎ করার চক্রান্ত জীবন উৎসর্গকারীদের রক্তের সঙ্গে গাদ্দারির শামিল।’

সোমবার (১৯ আগস্ট) গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার রায়েদ ও সিংহশ্রী এলাকার হিন্দুদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরী পীর সাহেব দেওনা এসব কথা বলেন ‌।

পীর সাহেব দেওনা আরো বলেন, কিছুসংখ্যক কুচক্রী মহল শারদীয় দুর্গাপূজাকে লক্ষ্য করে ষড়যন্ত্রে লিপ্ত। আসন্ন পূজা অনুষ্ঠানে মন্দিরসমূহে দুষ্কৃতিকারীরা যাতে কোনো প্রকার ধ্বংসাত্মক কার্যকলাপ ঘটানোর সুযোগ না পায়, তার জন্য সকলকে সচেতন থাকতে হবে। প্রয়োজনে স্বেচ্ছাসেবী টিম গঠন করে মন্দিরের পূজা অনুষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে।

অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হিন্দু সম্প্রদায়ের লোকদেরকে আশ্বস্ত করে বলেন, হেফাজতে ইসলামের সকল নেতাকর্মী ও কাপাসিয়া উপজেলার উলামায়ে কেরাম অতন্দ্র প্রহরীর মতো আপনাদের পাশে থাকবে।

তিনি অনগ্রসর শ্রেণির হিন্দুদের সন্তানের শিক্ষা প্রদানের বিষয়ে সবিশেষ গুরুত্ব আরোপ করে বলেন,
আপনাদের হতদরিদ্র সন্তানদের শিক্ষিত করার লক্ষ্যে প্রয়োজনে শিক্ষা বৃত্তির ব্যবস্থা করা হবে।

উল্লেখ্য, হেফাজতে ইসলাম বাংলাদেশ কাপাসিয়া উপজেলা শাখার অনন্য ভূমিকায় হিন্দু সম্প্রদায়সহ অন্যান্য ধর্মাবলম্বীরা আবেগাপ্লুত।

হেফাজতের নায়েবে আমির প্রতিটি এলাকাভিত্তিক সংখ্যালঘু বিধবা, প্রতিবন্ধী, অসুস্থদের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন। সভায় বক্তব্য দেন হেফাজতে ইসলাম কাপাসিয়া শাখার নেতৃবৃন্দ এবং অন্যান্য বিশিষ্ট ওলামায়ে কেরাম।

মতবিনিময় সভায় হিন্দু-মুসলিম নেতৃবৃন্দ দেশবিরোধী, সাম্প্রদায়িক চক্রান্ত ও ষড়যন্ত্র মোকাবিলায় হিন্দু-মুসলিমের মধ্যে সৌহার্দ, সম্প্রীতি, নিরাপত্তা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন। হেফাজতে ইসলাম বাংলাদেশ কাপাসিয়া শাখার উদ্যোগে ধারাবাহিক মতবিনিময় সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে উপজেলার অধিকাংশ ইউনিয়নভিত্তিক হিন্দুপল্লী ও মন্দিরসমূহে ধারাবাহিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভাসমূহে সকল মন্দিরের পুরোহিত, ভক্তবৃন্দ, স্থানীয় বিশিষ্ট উলামায়ে কেরাম এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কেএল/